Advertisement
Advertisement
Israel

‘থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া’, হামাস হামলার মাঝে ভারতের সমর্থনে আপ্লুত ইজরায়েল

গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার হুঙ্কার নেতানিয়াহুর।

Israel thanks to India for moral support। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 9, 2023 3:29 pm
  • Updated:October 10, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরে ইজরায়েলের আকাশ ঢেকেছে যুদ্ধের কালো মেঘে। সেকেন্ডে সেকেন্ডে ভেসে আসছে রকেট হামলার আওয়াজ। রাস্তায় পড়ে মৃতদেহের সারি। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশ। কঠিন সময়ে জেরুজালেমের পক্ষে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানালো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।    

এই নিয়ে ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়েছে , ‘ভারতকে ধন্যবাদ।’ সেই সঙ্গে ভারত-ইজরায়েল সহযোগিতার একটি ছবিও শেয়ার করা হয়। দুই দেশের এই সম্পর্ক নিয়ে এখন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং #IndiaIsWithIsrael। 

Advertisement

[আরও পড়ুন: হামাসের রকেট রুখে দিচ্ছে ইজরায়েলের ‘লৌহবর্ম’, কী এই হাতিয়ার?]

গত শনিবার ইজরায়েলের (Israel) বুকে ভয়ঙ্কর আঘাত হানে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। এহেন পরিস্থিতিতে ইহুদি রাষ্ট্রটির প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, ‘ইজরায়েলে হওয়া জঙ্গি হামলায় অত্যন্ত মর্মাহত। নিরীহ, আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছে আমাদের প্রার্থনা ও কামনা। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি।’  

প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন বলেন, ‘আমাদের প্রতি ভারতের এই নৈতিক সমর্থনের জন্য ধন্যবাদ। এই লড়াইয়ে জয় হবে ইজরায়েলেরই।’ বলে রাখা ভালো, এই লড়াইয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দি বহু সাধারণ মানুষ। জবাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার হুঙ্কার দিয়েছেন ইহুদি দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।    

[আরও পড়ুন: হামাসের হামলায় মৃত মার্কিনরা, ইজরায়েলে যুদ্ধবিমান-রণতরী পাঠাল ক্ষুব্ধ আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement