Advertisement
Advertisement

Breaking News

Syria Israel

হামাস ঘাঁটির পর নিশানায় সিরিয়া, দুই বিমানবন্দরে রকেট হামলা ইজরায়েলের

সম্পূর্ণ বন্ধ সিরিয়ার বিমান পরিষেবা।

Israel strikes 2 airports of Syria, flights suspended | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 12, 2023 6:04 pm
  • Updated:October 12, 2023 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার (Syria) বিমানবন্দরে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। সিরিয়ার জাতীয় মিডিয়ার তরফে জানানো হয়, বৃহস্পতিবার সেদেশের দুটি প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। দামাস্কাস (Damascus) ও আলেপ্পোর (Aleppo) বিমানবন্দরে আচমকাই হামলা হয়েছে বলে খবর সিরিয়ার মিডিয়া সূত্রে। এই হামলার পালটা দিয়ে ইতিমধ্যেই আক্রমণ করেছে সিরিয়া, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, হামাসের মোকাবিলা করতে গাজা সীমানায় লাগাতার আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ সিরিয়ার।

হামাসের বিরুদ্ধে ইজরায়েলের সেনা হামলা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে শোনা গিয়েছিল, ইজরায়েল লক্ষ্য করে শেল ছুড়ছে সিরিয়া। সেই শেলগুলো ইজরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে বলেই শোনা যায়। মঙ্গলবারই এই হামলার খবর পাওয়া যায়। তার পরেই বৃহস্পতিবার সিরিয়ার বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল, এই খবর ছড়িয়ে পড়ে। 

Advertisement

[আরও পড়ুন: বাজারের সস্তা ড্রোনেই কুপোকাত ইজরায়েলের ‘লৌহপ্রাচীর’! হামাসের কৌশলে চমক]

সিরিয়ার জাতীয় মিডিয়া সূত্রে খবর, দামাস্কাস ও আলেপ্পোর বিমানবন্দরের রানওয়েতে এসে আছড়ে পড়েছে ইজরায়েলের ছোড়া মিসাইল। তার জেরে দুই বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দেশজুড়ে বাতিল হয়েছে সমস্ত বিমান। তবে এখনও পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্রসঙ্গত, শনিবার থেকে ইজরায়েলের উপর হামলা শুরু করেছে হামাস জঙ্গি সংগঠন। পালটা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছে ইজরায়েলও। দুই পক্ষের সংঘর্ষে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেড ক্রস। এহেন পরিস্থিতির মধ্যেও রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এবার গাজার পাশাপাশি সিরিয়াতেও আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। বর্তমানে ইজরায়েলে রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। তাঁর সফরের মধ্যেই সিরিয়ায় হামলা ইজরায়েলের। 

[আরও পড়ুন: ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হামাস জঙ্গিদের রুখে দিলেন তরুণী! জানেন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement