Advertisement
Advertisement
Gaza

‘এই যুদ্ধ অস্তিত্বের সংগ্রাম’, গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলা প্রসঙ্গে নেতানিয়াহু

উত্তর গাজাও হয়ে উঠেছে 'যুদ্ধক্ষেত্র'।

Israel rolls out ‘second phase’ of war on Hamas। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2023 9:52 am
  • Updated:October 29, 2023 9:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ দিনে পড়ল হামাস-ইজরায়েল সংঘর্ষ। এই পরিস্থিতিতে ‘দ্বিতীয় পর্যায়ের’ যুদ্ধ শুরু করল ইজরায়েল। উত্তর গাজাও হয়ে উঠল ‘যুদ্ধক্ষেত্র’। ইজরায়েলি (Israel) সেনার তরফে জানানো হয়েছে, বেছে বেছে হামাসের শিবিরে আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলিতে। দেখা গিয়েছে প্রায় দেড়শোরও বেশি সুড়ঙ্গ ও বাঙ্কারে ঘাঁটি গেড়েছে হামাস (Hamas)। সেখানে হামলা চালানো হচ্ছে বলে ইজরায়েলের সংবাদমাধ্যমের দাবি।

এই পরিস্থিতিতে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস তথা আইডিএফের তরফে উত্তর গাজার (Gaza) বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এদিকে শনিবারই এক সাংবাদিক সম্মেলনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর সেনারা যুদ্ধের ‘দ্বিতীয় পর্যায়ে’ পৌঁছেছে। এই লড়াইকে ইজরায়েলের ‘অস্তিত্বের সংগ্রাম’ বলে বর্ণনা করতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গে তাঁর দাবি, গাজা ভূখণ্ডে যে অভিযান চালানো হচ্ছে তা ‘দীর্ঘ ও কঠিন’ হতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

গত ৭ অক্টোবর হামাস রকেট হামলা চালায় ইজরায়েলে। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে বহু ইজরায়েলিকে পণবন্দিও করে তারা। সেই হামলায় অন্তত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। যাঁদের অধিকাংশই সাধারণ নাগরিক। পরে হামাস শিবিরের লক্ষ্যে পালটা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত তাদের বিমান হামলায় গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যাদের মধ্যে অর্ধেকই শিশু। দেখতে দেখতে সংঘর্ষের তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও চলছে লড়াই। এই পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ।

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement