Advertisement
Advertisement

জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, দর কষাকষির লড়াইয়ে ইজরায়েল-হামাস

হামাস ও ইজরায়েলের মধ্যে লড়াই আপাতত বন্ধ।

Israel releases 39 Palestinian prisoners। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 25, 2023 9:57 am
  • Updated:November 25, 2023 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় মাস ধরে মধ্যপ্রাচ্যে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাতে সাময়িক ছেদ পড়েছে। শুক্রবার থেকে হামাস ও ইজরায়েলর মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতি। এদিন একদিকে যেমন ২৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস, তেমনই শর্ত অনুযায়ী ৩৯ জেলবন্দি প্যালেস্তিনীয়কে মুক্তি দিল ইজরায়েল।  

বিবিসি সূত্রে খবর, ওয়েস্টব্যাঙ্কের (Westbank) বেইটুনিয়া চেকপয়েন্টে ২৪জন মহিলা ও ১৫জন কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে। ইজরায়েলের জেল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। আটক করা ৩০০জন মহিলা ও কিশোরদের মধ্যে ওই ৩৯ জনকে মুক্তি দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। কারাগার থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই সকলের চোখেমুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। দীর্ঘ বন্দিদশা কাটিয়ে খোলা হাওয়ায় নিশ্বাস নিয়ে সকলেই আনন্দে মেতে উঠেছিলেন। জেল থেকে বেরিয়ে রাস্তায় প্যালেস্টাইনের পতাকাও ওড়াতে দেখা যায় তাঁদের। 

Advertisement

এদিকে, জেল থেকে ছাড়া পাওয়া মানুষদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যেই মহম্মদ খাতিব নামে এক ব্যক্তি বিবিসিকে বলেন, “এই যুদ্ধবিরতি সকল প্যালেস্তিনীয় ও ইজরায়েলিদের জন্য আশার আলো। আগামিদিনেও যেন এই শান্তি বজায় থাকে এবং মৃত্যুমিছিল বন্ধ হয়।” 

[আরও পড়ুন: নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ড রদে আর্জি ভারতের, পুনর্বিবেচনার সিদ্ধান্ত কাতারের

উল্লেখ্য, গত বুধবার সকালে ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের (Hamas) প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তবে তখন জানানো হয়নি কবে থেকে যুদ্ধবিরতি হবে। পরে জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি। লড়াই থামতেই শুরু হয়েছে পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া।

তবে এই যুদ্ধবিরতি যে নিতান্তই সাময়িক তা স্পষ্ট হয়ে গিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়। তিনি সাফ জানিয়েছেন, সাময়িক ভাবে লড়াই থেমেছে। চারদিন পরেই ফের গাজায় আক্রমণ চালাবে ইজরায়েলি সেনা। সংঘর্ষবিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও। শুক্রবার যুদ্ধবিরতির আগেও লড়াই চলেছে পুরোদমে। ইজরায়েলি বিমানগুলো অন্তত ৩০০টি লক্ষ্যে আঘাত হেনেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এই হামলার কথা জানা গিয়েছে।

[আরও পড়ুন: স্কুলের বাইরে ছুরি হাতে তাণ্ডব ‘শরণার্থী’র, আহত ৫, প্রতিবাদে রণক্ষেত্র ডাবলিন

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement