ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই শিশু ও তাদের মা-সহ চারজন ইজরায়েলি পণবন্দির কফিনবন্দি দেহ ইজরায়েলের কাছে পৌঁছতেই গোটা দেশে নেমেছে শোকের কালো ছায়া। হামাসকে ‘দানব’ বলে কটাক্ষ করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘খুনি’দের ধ্বংস করবে তেল আভিভ।
এদিন দক্ষিণ গাজার খান ইউনুসে এক পরিত্যক্ত কবরে ওই চার পণবন্দির কফিন নিয়ে আসে হামাস জঙ্গিরা। এরপর সেই কফিন তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। যা হস্তান্তরিত করা হয় ইজরায়েলি সেনাকে। ফরেনসিক তদন্তের মাধ্যমে তাদের শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যা হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। যে দুই শিশুর মৃতদেহ ফেরত দিয়েছে হামাস তাদের অপহরণ করার সময় বয়স ছিল ৪ বছর ও ৯ মাস। সেই সঙ্গে অপহরণ করা হয় তাদের মা শিরি বিবাসকেও। চতুর্থ জন ওদেদ লিফশিৎজ। অপহরণের সময় যাঁর বয়স ছিল ৮৩। ইজরায়েলের আমজনতার ভরসা ছিল, শেষপর্যন্ত জীবন্ত অবস্থাতেই ফেরত পাঠানো হবে ওই পণবন্দিদের। কিন্তু সব আশা চূর্ণ হয়ে যায় হামাস চারটি কফিনে চারটি দেহ রেড ক্রসের হাতে তুলে দেওয়ার পরই।
אל נקמות ה׳ pic.twitter.com/V3ItZ1wnuf
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) February 20, 2025
এহেন পরিস্থিতিতে নেতানিয়াহুকে বলতে শোনা গিয়েছে, ”আমরা সবাই হামাসের দানবদের উপর ক্ষুব্ধ। আমরা সমস্ত পণবন্দিদের ফিরিয়ে দেব। ধ্বংস করব খুনিদের, হামাস এবং সকলকেই। ঈশ্বরের সহায়তায় আমরা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করব। আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। কিন্তু আমাদের আত্মায় কোনও ভাঙন নেই।”
গত ১৯ জানুয়ারি ইজরায়েল ও গাজার মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। আর সেই চুক্তিমতো প্রথমেই তিন বন্দিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। অন্যদিকে, ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৯ জন জীবিত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ১ হাজার ১০০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। আগামী শনিবার আরও ৬ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে চলেছে হামাস। আগামী সপ্তাহে ছাড়া হাতে পারে আরও চারজনকে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই সময় সব মিলিয়ে ২৫১ জন ইজরায়েলিকে পণবন্দি করে তারা। বৃহস্পতিবারের আগে পর্যন্ত গাজায় ৭০ জন পণবন্দি এখনও রয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জন মৃত হলে ইজরায়েলি সেনা দাবি করেছে। এখনও পর্যন্ত হামাসের হামলায় ১২১১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এদিকে গাজায় ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয় ৪৮ হাজার ৩১৯ জন প্যালেস্তিনীয়র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.