Advertisement
Advertisement

সিরিয়ার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর দামাস্কাসে বিমানবন্দরের কাছে আঘাত হানল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র৷ সিরীয় সংবাদমাধ্যম সূত্রে বৃহস্পতিবার এই খবর মিলেছে৷আরও পড়ুন:রক্তাক্ত ক্রিসমাস ইউক্রেনে, জেলেনস্কির শহরে ভয়ংকর হামলা রাশিয়ার! বহু মৃত্যুর আশঙ্কাকাজাখস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বহু মৃত্যুর আশঙ্কা Advertisement এদিন ভোরে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র একটি সেনা ঘাঁটির কাছে আছড়ে পড়ে বলে খবর৷ […]

Israel launches missile strikes targeting Hezbollah in Damascus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 11:43 am
  • Updated:April 27, 2017 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর দামাস্কাসে বিমানবন্দরের কাছে আঘাত হানল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র৷ সিরীয় সংবাদমাধ্যম সূত্রে বৃহস্পতিবার এই খবর মিলেছে৷

এদিন ভোরে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র একটি সেনা ঘাঁটির কাছে আছড়ে পড়ে বলে খবর৷ যার ফলে ‘বেশ কিছু সামরিক ক্ষতি’ হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই এলাকায় লেবানিজ হিজবুল্লাহ জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল বলেও দাবি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার৷ রাজধানী দামাস্কাস থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে৷ সিরিয়ার সরকারি টেলিভিশন দাবি করেছে, বিমানবন্দরের উত্তর-পশ্চিমাংশে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে৷

Advertisement

আল জাজিরা সূত্রে জানান হয়েছে, এই প্রথম নয়, এর আগেও গত জানুয়ারি মাসে সিরীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল৷ ২০১৫-য় দামাস্কাসে হামলা চালিয়ে দুই শীর্ষ হিজবুল্লাহ জঙ্গি নেতাকে হত্যা করে ইজরায়েল৷

দেখুন ভিডিও:

ইজরায়েলের ইন্টেলিজেন্স মন্ত্রী ইজরায়েল কাৎজ অবশ্য হামলার দায় এড়াননি৷ তিনি স্পষ্টই জানিয়েছেন, ইজরায়েল তার বিদেশনীতি মেনেই যা করার করেছে৷ সিরিয়ায় হিজবুল্লাহ জঙ্গিদের কাছে গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরান৷ খোদ প্রধানমন্ত্রীর দফতরের কাছে এই তথ্য এসেছে৷ ‘বাকিটা আপনারাই বুঝে নিন’, মন্তব্য কাৎজের৷ তবে ইজরায়েলি সেনার মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুঝতে হিজবুল্লাহকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে ইরান৷ এক্ষেত্রে সম্মতি রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদেরও৷ সিরিয়ান অবজারেভটরির প্রধান রামি আবদুরহমান জানিয়েছেন, এদিনের বিস্ফোরণে আশেপাশের জনবসতি কেঁপে উঠেছে৷ বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বহুদূর থেকে দেখা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement