Advertisement
Advertisement

সিরিয়ার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর দামাস্কাসে বিমানবন্দরের কাছে আঘাত হানল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র৷ সিরীয় সংবাদমাধ্যম সূত্রে বৃহস্পতিবার এই খবর মিলেছে৷আরও পড়ুন:ট্রাম্পের প্রত্যাবর্তনে শুরু চিন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ ২.০! কোন ‘রণনীতি’ বেজিংয়ের?স্পেনের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, ভারত কত নম্বরে? খরচ বেশি কোথায়? Advertisement এদিন ভোরে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র একটি সেনা ঘাঁটির কাছে আছড়ে […]

Israel launches missile strikes targeting Hezbollah in Damascus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 11:43 am
  • Updated:April 27, 2017 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর দামাস্কাসে বিমানবন্দরের কাছে আঘাত হানল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র৷ সিরীয় সংবাদমাধ্যম সূত্রে বৃহস্পতিবার এই খবর মিলেছে৷

এদিন ভোরে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র একটি সেনা ঘাঁটির কাছে আছড়ে পড়ে বলে খবর৷ যার ফলে ‘বেশ কিছু সামরিক ক্ষতি’ হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই এলাকায় লেবানিজ হিজবুল্লাহ জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল বলেও দাবি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার৷ রাজধানী দামাস্কাস থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে৷ সিরিয়ার সরকারি টেলিভিশন দাবি করেছে, বিমানবন্দরের উত্তর-পশ্চিমাংশে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে৷

Advertisement

আল জাজিরা সূত্রে জানান হয়েছে, এই প্রথম নয়, এর আগেও গত জানুয়ারি মাসে সিরীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল৷ ২০১৫-য় দামাস্কাসে হামলা চালিয়ে দুই শীর্ষ হিজবুল্লাহ জঙ্গি নেতাকে হত্যা করে ইজরায়েল৷

দেখুন ভিডিও:

ইজরায়েলের ইন্টেলিজেন্স মন্ত্রী ইজরায়েল কাৎজ অবশ্য হামলার দায় এড়াননি৷ তিনি স্পষ্টই জানিয়েছেন, ইজরায়েল তার বিদেশনীতি মেনেই যা করার করেছে৷ সিরিয়ায় হিজবুল্লাহ জঙ্গিদের কাছে গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরান৷ খোদ প্রধানমন্ত্রীর দফতরের কাছে এই তথ্য এসেছে৷ ‘বাকিটা আপনারাই বুঝে নিন’, মন্তব্য কাৎজের৷ তবে ইজরায়েলি সেনার মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুঝতে হিজবুল্লাহকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে ইরান৷ এক্ষেত্রে সম্মতি রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদেরও৷ সিরিয়ান অবজারেভটরির প্রধান রামি আবদুরহমান জানিয়েছেন, এদিনের বিস্ফোরণে আশেপাশের জনবসতি কেঁপে উঠেছে৷ বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বহুদূর থেকে দেখা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement