সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুদিন। গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালাল ইজরায়েলের (Israel) সেনা। উত্তরাঞ্চলের পর এবার গাজার মধ্য এলাকায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনা। এই অভিযানে বেশ কয়েকজন হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলেও দাবি ইজরায়েলের। তবে অভিযান সেরে ফের ইজরায়েলে ফেরত গিয়েছে এই বিশেষ বাহিনী। অন্যদিকে, হামাসকে (Hamas) রুখতে নতুন ধরনের স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল।
বৃহস্পতিবার ইজরায়েল জানিয়েছিল,“সংঘর্ষের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি হিসাবে গাজার উত্তরদিকে অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনা। ট্যাঙ্ক ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযান শেষ করে এলাকা ছেড়ে ইজরায়েলে ফিরে এসেছে সেনা।” শুক্রবার ফের নতুন অভিযানের কথা প্রকাশ করেছে ইজরায়েলের সেনা। গাজা ভূখণ্ডের মধ্যভাগে হামাস জঙ্গিদের ডেরা লক্ষ্য করে অপারেশন চালানো হয়েছে।
শুক্রবার বিবৃতি জারি করে ইজরায়েলের সেনা জানায়, “মধ্য গাজার জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চলেছে। প্রচুর ঘাঁটি ধ্বংস হয়েছে, সেই সঙ্গে হামাস জঙ্গিদেরও নিকেশ করা হয়েছে। তবে অভিযান সেরে ফের ইজরায়েলে ফিরে এসেছে বাহিনী।” অভিযানের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ।
OPERATIONAL UPDATE: The IDF conducted strikes on Hamas terrorist targets over the last 24 hours.
IDF ground troops, fighter jets and UAVs struck:
🔴 Anti-tank missile launch sites
🔴 Command & control centers
🔴 Hamas terrorist operativesThe troops exited the area and no… pic.twitter.com/yNdiY6XTby
— Israel Defense Forces (@IDF) October 27, 2023
অন্যদিকে, হামাসের টানেলগুলোকে নিশানা করে নয়া রণকৌশল নিচ্ছে ইজরায়েল। গাজা সীমানায় ৮০ মিটার গভীরে প্রায় একশো কিলোমিটার লম্বা টানেল রয়েছে। সেই টানেল ব্যবহার করে তারা যেন ইজরায়েলে হামলা চালাতে না পারে, সেই জন্য নতুন কায়দায় আক্রমণের পরিকল্পনা চলছে। স্পঞ্জ বোমা ব্যবহার করে এই টানেলগুলো আটকে দেওয়া হবে। প্লাস্টিক কন্টেনারের মধ্যে দুরকম কেমিক্যাল রাখা হবে। ফাটার সময়ে এই দুই তরল মিশে গিয়ে ফোম তৈরি হবে, ফলে টানেলগুলো বন্ধ হয়ে যাবে। তবে কোনও ক্ষতির আশঙ্কা নেই এই বোমায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.