Advertisement
Advertisement
Israel Gaza

পুড়ে খাক হামাসের ২০০ ঘাঁটি, গাজায় অগ্নিবৃষ্টি ইজরায়েলের ‘চতুরঙ্গ’ বাহিনীর

গাজায় শতাধিক প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে খবর।

Israel forces claims to strike 200 Hamas targets in Gaza | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2023 4:51 pm
  • Updated:December 6, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসের ২০০টি ঘাঁটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করল ইজরায়েল (Israel)। স্থলভাগে অভিযান চালানোর পাশাপাশি হামাসের বিরুদ্ধে নামল ইজরায়েলের নৌসেনাও। গাজা বন্দরে হামাসের নজরদারি জাহাজগুলো লক্ষ্য করে হামলা হয়েছে বলে ইজরায়েলের নৌসেনা সূত্রে খবর। ইতিমধ্যেই গাজায় ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েলের যুদ্ধ ট্যাঙ্ক। অন্যদিকে, একদিনেই গাজায় (Gaza) শতাধিক প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে খবর।

সাতদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর শুক্রবার থেকে ফের হামাস (Hamas) বিরোধী অভিযান শুরু করেছে ইজরায়েলের সেনা। তার মধ্যেই সোমবার ৬ জন থাই পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তবে সোমবার থেকেই ফের নতুন করে গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েল। সেনার তরফে জানানো হয়, আকাশ ও স্থলপথে সমানতালে অভিযান চালাচ্ছে তারা। সূত্রের খবর, এদিন সকালেই অন্তত ১২টি ইজরায়েলি ট্যাঙ্ক ঢুকেছে গাজা ভূখণ্ডে। তার আগেই দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে আমজনতাকে বেরিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ইজরায়েল।

Advertisement

[আরও পড়ুন: সাধের পোষ্যই ঘাতক! পোষা কুকুরের কামড়ে মৃত ৩ মাসের শিশু]

অভিযান শুরুর পরেই বিবৃতি জারি করে ইজরায়েলি সেনা। তাদের তরফে জানানো হয়, হামাসের অন্তত ২০০টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে হামাসের ঘাঁটি থেকে শুরু করে গোপন সুড়ঙ্গ- সব জায়গাতেই হামলা চলেছে। এছাড়াও হামাসের অস্ত্রবাহী গাড়িগুলো গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের বায়ুসেনা। এছাড়াও গাজা বন্দরে হামাসের জাহাজ ধ্বংস করেছে নৌসেনা। অর্থাৎ, সশস্ত্র বাহিনীর তিন শাখাকেই হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর কাজে ব্যবহার করছে ইজরায়েল।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। তার মধ্যে মাত্র সাতদিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষ। তবে লাগাতার হামলায় মৃত্যুমিছিল বাড়ছে দুই তরফেই। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, একদিনেই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ১০০ জন প্যালেস্তিনীয়র।

[আরও পড়ুন: মার্কিন মুলুকে ফের তাণ্ডব, নিউ ইয়র্কে ৪ জনকে কুপিয়ে খুন আততায়ীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement