সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল শিফা থেকে শুরু করে র্যানটিসি- গাজার (Gaza) বৃহত্তম হাসপাতালগুলোতে সুড়ঙ্গ গড়েছে হামাস (Hamas)। হাসপাতাল চত্বরে জঙ্গিগোষ্ঠীর সুড়ঙ্গের হদিশ পেয়েছে ইজরায়েলে সেনা। ইতিমধ্যেই আল শিফা হাসপাতাল থেকে হামাসের বিশাল অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেছিল ইজরায়েলি (Israel) ফৌজ। তার পরেই জানানো হয়, আল শিফা ও র্যানটিসি হাসপাতালে গোপন সুড়ঙ্গের খোঁজ মিলেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে হাসপাতালে বাঙ্কার গড়ে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী হামাস।
বৃহস্পতিবারই আল শিফা হাসপাতালে হামাসের বিশাল অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেছিল ইজরায়েলের সেনা। তার কয়েক ঘণ্টার মধ্যেই গোপন সুড়ঙ্গের ছবি প্রকাশ করা হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইজরায়েলি সেনা জানায়, “গাজার বৃহত্তম তিনটি হাসপাতালকে কাজে লাগাচ্ছে হামাস। আল শিফা হাসপাতাল থেকে ইতিমধ্যেই জঙ্গিদের ব্যবহৃত সুড়ঙ্গের খোঁজ মিলেছে।” তার পরেই আবার একটি পোস্ট করে সেনা জানিয়েছে, র্যানটিসি ও আল কুদস হাসপাতাল থেকেও একইরকমের সুড়ঙ্গ পাওয়া গিয়েছে।
Exposing another layer of Hamas’ exploitation of three of the largest hospitals in Gaza:
🔻Inside the Shifa Hospital complex, a Hamas terrorist tunnel was uncovered.
1/3 pic.twitter.com/uGo4uBdTly
— Israel Defense Forces (@IDF) November 17, 2023
জঙ্গিদের খোঁজে আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। তার মধ্যেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফৌজ। জানানো হয়, ৪ হাজার লিটার জল পাঠানো হয়েছে হাসপাতালে। রান্না না করেই খাওয়া যায়, এমন খাবারের দেড় হাজার প্যাকেটও তুলে দেওয়া হয়েছে। ইজরায়েল সেনার দাবি, সাধারণ মানুষকে রক্ষা করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। উল্লেখ্য, হামাসের হামলার পরেই গাজায় খাবার ও জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইজরায়েল।
Over 4,000 liters of water and 1,500 ready-made meals have been provided to Shifa Hospital by the IDF.
The well-being of civilians, including patients and staff, remains a priority. pic.twitter.com/DrDfvsyQdI
— Israel Defense Forces (@IDF) November 17, 2023
অন্যদিকে, আল শিফায় ইজরায়েলের এই অভিযানকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনিয়ে বুধবার তিনি বলেন, “গাজার হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে প্রথম যুদ্ধপরাধ করেছে হামাসই। সামরিক কার্যকলাপ চালাচ্ছে হাসপাতাল থেকে। এর ফল যা হওয়ার তাই হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.