সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনায় বাধ্যতামূলক পরিষেবা নিয়ে উত্তাল ইজরায়েলের জাতীয় রাজনীতি৷ শরিকদের সঙ্গে বিরোধিতার ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু৷ তাই বৃহস্পতিবার সর্বসম্মতিতে ভঙ্গ করে দেওয়া হল সংসদ৷ নয়া সরকার গঠন করার জন্য আগামী সেপ্টেম্বরের ১৭ তারিখ ফের নির্বাচন অনুষ্ঠিত হবে ইহুদি দেশটিতে৷
[আরও পড়ুন: ইসলামের ‘অবমাননা’, পাকিস্তানে জ্বলল হিন্দুদের ঘর]
এনিয়ে চলতি বছর দ্বিতীয়বার নির্বাচন হতে চলেছে ইজরায়েলে৷ গত এপ্রিলের ৯ তারিখে সরকার গড়তে ভোট দেয় দেশটি৷ সেবারে খণ্ডিত জনমত সত্বেও জয়ের দাবি করেন লিকাদ পার্টির প্রধান বেনজামিন নেতানিয়াহু৷ সরকার গড়তে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এভিগডর লিবেরম্যানের দল ‘ইজরায়েল বেইতেইনু’ তথা অন্য ডানপন্থী ও রক্ষণশীল ইহুদি দলগুলির সঙ্গে আলোচনায় বসেন নেতানিয়াহু৷ তবে শেষমেষ সেনায় বাধ্যতামূলক পরিষেবা বা ‘কন্সক্রিপশন’ নিয়ে মতবিরোধে সেই আলোচনা ভেস্তে যায়৷ ধর্মপ্রচারক হওয়ার জন্য পাঠরত ছেলেদের ‘কন্সক্রিপশন’-এর বাইরে রাখার দাবি জানায় রক্ষণশীল ইহুদি দলগুলি৷ এর বিরোধিতা করে লিবেরম্যান-সহ অন্যান্যরা৷ ফলে শুরু হয় বিবাদ৷ যার জেরে এক প্রকার বাধ্য হয়ে সংসদ ভঙ্গ করেন নেতানিয়াহু৷ ইজরায়েলের সংসদে মোট সদস্য সংখ্যা হচ্ছে ১২০৷ সংসদ ভঙ্গ করার পক্ষে এদিন ভোট দেন ৭৪ জন সাংসদ৷ বিপক্ষে ভোট পরে ৪৫৷ এদিকে, লিবেরম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেতানিয়াহু৷ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে ‘বামপন্থী’ বলেও কটাক্ষ করেন লিকাদ পার্টির প্রধান৷ আগামী নির্বাচনেও ফের সরকার গড়বে তাঁর দল বলেই দাবি করেছেন তিনি৷ তবে একাধিক দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর জন্য লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য৷
এদিকে, ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চলা জোয়ার-ভাটার প্রভাব ভারতে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ আজই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি৷ নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল৷ তাই নয়া সরকারের লক্ষ্য হবে তেল আভিভের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা৷ এমনিতেই প্রতিরক্ষা ক্ষেত্রে ইজরায়েলী অস্ত্রের বড় খরিদ্দার নয়াদিল্লি৷ ফলে ইহুদি দেশটির রাজনীতিতে আকস্মিক পটপরিবর্তন চাইছে না দিল্লি৷
[আরও পড়ুন: এক সপ্তাহে তৃতীয়বার দাপট দেখাল টর্নেডো, তছনছ আমেরিকার দুই প্রদেশ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.