Advertisement
Advertisement

Breaking News

Ramallah

এবার নিশানা রামাল্লা! প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর ইস্তফার পরই সবচেয়ে বড় অভিযান ইজরায়েলি সেনার

পাশাপাশি রাতভর হামলা চলেছে ওয়েস্টব্যাঙ্কেও।

Israel carries out biggest Ramallah raid in years
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 4, 2024 5:28 pm
  • Updated:March 4, 2024 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হামলা রামাল্লায়! প্যালেস্টাইনের প্রশাসনিক রাজধানীতে অভিযান শুরু করেছে ইজরায়েলি ফৌজ। পাশাপাশি রাতভর হামলা চলেছে ওয়েস্টব্যাঙ্কেও। ইজরায়েলের হামলায় সেখানকার এক শরণার্থী শিবিরে মৃত্যু হয়েছে ১৬ বছরের এক কিশোরের। এমনটাই অভিযোগ প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের। কয়েকদিন আগেই পদত্যাগ ঘোষণা করেছিলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতায়েহ। হামাস বনাম ইজরায়েল যুদ্ধ আবহেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

রয়টার্স সূত্রে খবর, সোমবার গত কয়েক বছরে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে রামাল্লায়। এই শহরেই রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসনের কার্যালয়। ইজরায়েলি বাহিনীর এই অভিযানের এক সাক্ষী জানিয়েছে, কয়েক জোড়া সামরিক গাড়ি ঢুকে পড়ে শহরে। যা বিগত কয়েক বছরে দেখা যায়নি। অন্যদিকে, প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের অভিযোগ, আমারি শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে। ইজরায়েলি ফৌজ গুলি করে হত্যা করেছে মুস্তাফা আবু শালবাক নামে এক ১৬ বছরের কিশোরকে।

Advertisement

এদিকে সারা রাত ধরে অভিযান চালানো হয়েছে ওয়েস্টব্যাঙ্কে। সেখান থেকে আটক করা হয়েছে অন্তত ৫৫ জনকে। গত বছরের ডিসেম্বর মাসেও এখানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেসসময় ইজরায়েলের সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে স্থানীয়দের। স্নাইপাররা কয়েকটি আবাসনের ছাদ থেকে গুলি ছুড়েছিল। ওই ঘটনায় আহতও হয়েছিলেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় ইজরায়েলি সেনা। আটকে দেওয়া হয় অ্যাম্বুলেন্সও।

উল্লেখ্য, ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিতে হামাসকে (Hamas) চিরতরে মুছে ফেলার পণ করেছে ইজরায়েল। জঙ্গিদের নিকেশ করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গিদের একের পর এক ডেরা। উত্তর থেকে দক্ষিণ গাজা গুঁড়িয়ে দেওয়ার পর এবার হামলা চলছে রাফা শহরেও। প্যালেস্তিনীয়দের শেষ আশ্রয় এই রাফা। যেখানে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement