Advertisement
Advertisement

Breaking News

Israel

ইরানের হামলার নিন্দা করেননি, রাষ্ট্রসংঘের মহাসচিবের উপর নিষেধাজ্ঞা চাপাল ক্ষিপ্ত ইজরায়েল

ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নিন্দা করেন গুতেরেস।

Israel bans UN Secretary General's entry over failure to 'condemn' attack of Iran
Published by: Kishore Ghosh
  • Posted:October 2, 2024 5:56 pm
  • Updated:October 2, 2024 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর বদলা নিতে মঙ্গলবারই ইজরায়েলে প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা না করার অভিযোগে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসেকে ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সে দেশের সরকার। বুধবার এই সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু সরকারের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটজ।

এদিন ইসরায়েল কাটজ মন্তব্য করেন, “যে দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করবেন না, যেমনটা বিশ্বের প্রায় সব দেশ করেছে, সে-ই ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়।” তিনি আরও মন্তব্য করেন, “আন্তোনিও গুতেরেস সঙ্গে থাকুন বা না থাকুন, ইজরায়েল তার নাগরিকদের রক্ষা করবে এবং তার জাতীয় মর্যাদা বজায় রাখবে।”

Advertisement

যদিও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নিন্দা করেছিলেন গুতেরেস। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি মধ্যপ্রাচ্যের সংঘাতের বাড়ান্ত অবস্থার নিন্দা জানাই। যা ক্রমশ বেড়েই চলেছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি।” এই মন্তব্যে আলাদা করে ইজরায়েলে হামলার নিন্দা না করায় উষ্মা প্রকাশ করেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী। এর জেরেই গুতারেসের ইজরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল নেতনিয়াহু সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement