সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘর্ষ ক্রমেই ভয়ংকর হয়েছে। গাঢ় হচ্ছে যুদ্ধের মেঘ। ইজরায়েলের সেনা গাজার সাধারণ নাগরিক ও সেখানে অবস্থিত রাষ্ট্রসংঘের আধিকারিকদের ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে চলে যেতে বলেছে। যা অসম্ভব বলেই জানাচ্ছে রাষ্ট্রসংঘ। তাদের মতে এর ফলাফল হতে পারে মারাত্মক। এদিকে ইজরায়েল গাজা ভূখণ্ডে আগামীতে কী ধরনের হামলা চালায়, সেদিকে তাকিয়েই তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার ভাবা হবে বলে জানিয়েছে ইরান।
প্রসঙ্গত, হামাসের হামলার পালটা দিতে কার্যত যুদ্ধের ডাক দেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরেই পালটা বিবৃতি জারি করেছে হামাস। এই পরিস্থিতিতে ইজরায়েল শিগগিরি গাজা ভূখণ্ডে আরও ভয়ংকর আক্রমণ চালাতে পারে সেই সম্ভাবনা ক্রমেই প্রবল হয়ে উঠছে। ইজরায়েলের সেনা ইতিমধ্যেই জানিয়েছে, গাজার সাধারণ নাগরিকরা যেন দ্রুত দক্ষিণ দিকে চলে যান নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে। বলা হয়েছে, হামাস (Hamas) জঙ্গিদের এলাকা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে তাঁদের। এর ফলে আগামিদিনে ইজরায়েল সেনার আক্রমণে সাধারণ নাগরিকদের প্রাণহানির বিষয়টি এড়ানো যাবে।
কিন্তু রাষ্ট্রসংঘ এই নির্দেশ ফিরিয়ে নিতে আবেদন জানিয়েছে ইজরায়েলের কাছে। তাদের দাবি, এভাবে গাজার সমস্ত নাগরিককে ওই ভূখণ্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।
এদিকে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহিয়া জানিয়েছেন, ”কয়েকটি দেশের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ওই অঞ্চলে একটি নতুন ফ্রন্ট (ইজরায়েলের বিরুদ্ধে) খোলার আহ্বান জানিয়েছে। আমরা কেবল বলতে পারি, আগামিদিনে গাজায় ইজরায়েলের পদক্ষেপের উপরে সেই সম্ভাবনা নির্ভরশীল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.