Advertisement
Advertisement
Israel Gaza

হামাসকে হটিয়ে ইজরায়েলের দখলে গাজা সীমানা! মৃতের সংখ্যা ৩ হাজার পার

সামরিক সাহায্যের আশ্বাস বাইডেনের, ইজরায়েল সফরে ব্লিঙ্কেন।

Israel army claims to regain Gaza border, death toll crosses 3000, USA extends more support | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 11, 2023 9:10 am
  • Updated:October 11, 2023 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস (Hamas) জঙ্গিদের হাত থেকে গাজা ভূখণ্ডের সীমানা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানাল ইজরায়েল (Israel)। তবে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার মানুষ। এহেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন (Antony Blinken)। অন্যদিকে, ইজরায়েলের উপর হামাসের হামলাকে শয়তানের কাজ বলে তুমুল নিন্দা করেছেন মার্কিন (USA) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। প্রসঙ্গত, গত শনিবার থেকে চলছে হামাস ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ।

মঙ্গলবার ইজরায়েলের তরফে জানানো হয়, গাজার সীমানাকে হামাসের দখল থেকে উদ্ধার করা গিয়েছে। সেনা সূত্রে খবর, গাজার ১২টি শহর থেকে হামাস ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলটি ইতিমধ্যেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইজরায়েল। তবে গাজা ও ইজরায়েল মিলিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। হামাসকে আইসিসের মতো ভয়ানক জঙ্গি হিসাবে আখ্যা দিয়ে তোপ দেগেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

Advertisement

[আরও পড়ুন: ‘গভীর উদ্বেগের’, রাষ্ট্রসংঘে ইজরায়েলকে কটাক্ষ করে নিন্দায় মুখর পাকিস্তান]

ইজরায়েলের এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বিগ্ন আমেরিকা। সেদেশের বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন মার্কিন নাগরিকরা। হামাসের মোকাবিলা করতে ইজরায়েলকে আরও বেশি সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে, হামাসের এই হামলা আসলে শয়তানের কাজ।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ইজরায়েলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। বুধবারই প্রতিনিধি দলের সঙ্গে রওনা দেবেন তিনি। দপ্তরের তরফে জানানো হয়, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই সেদেশে যাবেন ব্লিঙ্কেন। বিশেষত ইজরায়েলের মানুষের অবস্থা নিয়েও কথা বলবেন তিনি। বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছনোর পরে জর্ডনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন মার্কিন বিদেশ সচিব।

[আরও পড়ুন: হামাসের মতো হামলা হবে ভারতে! ভিডিও বার্তায় হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement