Advertisement
Advertisement

Breaking News

Israel Gaza

চার মাসের যুদ্ধে প্রথমবার, রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি ইজরায়েলের

আমজনতার অবস্থা খতিয়ে দেখতে পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা, মত ইজরায়েলের।

Israel allows UN representatives to visit Gaza, first time in 4 months | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 29, 2024 1:44 pm
  • Updated:January 29, 2024 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার রাষ্ট্রসংঘের (United Nations) প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইজরায়েল। রবিবার সেদেশের তরফে জানানো হয়, ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই ইজরায়েল অভিযোগ এনেছিল যে হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে রাষ্ট্রসংঘের কর্মীরা। তার জেরে রাষ্ট্রসংঘে অনুদান দেওয়া বন্ধ করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ।

জানা গিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রবিবার আমেরিকা ও কাতারের সঙ্গে বৈঠকে বসেছিল ইজরায়েল (Israel)। কিন্তু পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে কোনও সদর্থক সমাধান মেলেনি সেই বৈঠকে। যদিও আগামী দিনে আবার যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইজরায়েল। তার মধ্যেই রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় (Gaza) যাওয়ার অনুমতি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। তাদের তরফে বলা হয়, সাধারণ মানুষের কী প্রয়োজন সেটা খতিয়ে দেখতে গাজায় যেতেই পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।

Advertisement

[আরও পড়ুন: শতক পেরিয়ে সন্ধান! বিশ্বখ্যাত শিল্পী গুস্তভ ক্লিমটের দুর্লভ ছবি মিলল ভিয়েনায়]

প্যালেস্তিনীয়দের (Palestine) সাহায্য করতে ১৯৪৮ সাল থেকে কাজ করছে রাষ্ট্রসংঘের সংগঠন UNRWA। গত শুক্রবার UNRWA কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনে ইজরায়েল। সেদেশের দাবি, গত ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন UNRWA কর্মীরা। এই ঘোষণার পরেই ৯টি দেশের তরফে জানানো হয়, UNRWAকে অনুদান দেওয়া বন্ধ করছে তারা। ব্রিটেন, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ডের মতো দেশগুলো অনুদান বন্ধ করতেই হতাশা প্রকাশ করে UNRWA। রবিবার জাপানের তরফেও অনুদান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

তবে অনুদান না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে সংশ্লিষ্ট দেশগুলোকে আবেদন জানিয়েছে UNRWA। সংগঠনের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানান, খুব অল্প সংখ্যক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অভিযুক্ত কর্মীদের কাজের চুক্তি বাতিল করা হয়েছে, নিরপেক্ষ তদন্তও শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। তার পরেই রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইজরায়েল। প্রায় চার মাস ধরে চলতে থাকা যুদ্ধে এই প্রথমবার।

[আরও পড়ুন: ৪ ‘মোসাদ এজেন্টের’ মৃত্যুদণ্ড কার্যকর ইরানে, কী করবে ইজরায়েল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement