Advertisement
Advertisement

Breaking News

নিকেশ আফগানিস্তানের আইএস প্রধান কুখ্যাত হাসিব

আফগানিস্তানে প্রবল ধাক্কা খেল ইসলামিক স্টেট।

Islamic State chief of Afghanistan killed by US special forces
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 8, 2017 9:42 am
  • Updated:May 8, 2017 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে প্রবল ধাক্কা খেল  আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট। মার্কিন ও আফগান সেনার একটি যৌথ অভিযানে নিকেশ করা হল আফগানিস্তানে জঙ্গিসংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি আব্দুল হাসিবকে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এপ্রিলের ২৭ তারিখে দেশটির নানগারহার প্রদেশে এক জঙ্গি ঘাঁটিতে হানা দেয় মার্কিন ও আফগান কমান্ডোরা। ওই হামলায় নিহত হয় হাসিব। রবিবার এমনটাই জানিয়েছে প্রশাসন।

[মণিপুরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান]

Advertisement

গতবছর, একটি মার্কিন বিমান হানায় জঙ্গিনেতা হাফিজ সইদ খানের মৃত্যুর পর আফগানিস্তানে ইসলামিক স্টেটের প্রধান হিসেবে নিযুক্ত হয় হাসিব। ইতিমধ্যে দেশজুড়ে বেশ কিছু জঙ্গি হামলায় জড়িয়েছে তার নাম। মার্চের ৮ তারিখে কাবুলে আফগান সেনার হাসপাতালে হামলার মুলচক্রী এই হাসিব। উল্লেখ্য, গতমাসেই এক পেন্টাগন আধিকারিক হাসিবের মৃত্যুর খবর জানিয়েছিলেন তবে গতকালই সরকারী ভাবে এই ঘোষণা করা হয়। আফগানিস্তানে মার্কিন সেনার কমান্ডার জেনারেল জন নিকলসন জানিয়েছেন, ২০১৭ সালে আফগানিস্তানের মাটি থেকে আইএসকে নির্মূল করার লড়াইয়ে এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ।

[রাজনাথের বৈঠকের আগেই কলকাতা থেকে সরল CRPF-এর সদর দপ্তর]

একটি বিবৃতিতে আফগানিস্তনের রাষ্ট্রপতি আশরাফ ঘানি জানিয়েছিলেন, মার্চ মাসে কাবুলের সেনা হাসপাতালে হামলা করিয়েছিল হাসিব। ডাক্তারের বেশে আইএস জঙ্গিরা হাসপাতালে প্রবেশ করে নির্বিচারে হত্যা করেছিল বেশ কয়েকজন ডাক্তার ও রোগীকে। মানুষের মধ্যে ত্রাস সঞ্চার করতে গ্রামে হানা দিয়ে প্রকাশ্যে লোকজনদের হত্যা করত হাসিবের জঙ্গিরা। অপহরণ করে মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হত ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে।

[ফ্রান্সের নয়া প্রেসিডেন্ট মাকরোঁকে অভিনন্দন ট্রাম্পের]

প্রসঙ্গত, আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সৈন্যদলের হামলায় ইরাক ও সিরিয়ায় ক্রমশ কোনঠাসা হয়ে পড়েছে ইসলামিক স্টেট। ইরাকে সংগঠনটির হার স্বীকার করে নিয়েছে আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি। একদা বিশ্বের কাছে ত্রাস ওই জঙ্গিনেতা বলেছিল , ইসলামিক সাম্রাজ্য গড়ার লড়াইয়ে ইরাকে হেরে গিয়েছে আইএস৷ এছাড়াও জঙ্গি সংগঠনটির বিদেশি যোদ্ধাদের দেশে ফিরে যাওয়ার জন্য বা আত্মঘাতী হওয়ার নির্দেশ দিয়েছিল বাগদাদি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement