সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক স্টেটের মাথা আবু বকর আল বাগদাদিকে ঘিরে ফেলেছে ইরাকি সেনা৷ সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর৷ জঙ্গিদের শক্ত ঘাঁটি মসুল শহরের প্রান্তে চলছে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই৷ আইএস স্নাইপার, ল্যান্ডমাইনের বাধা কাটিয়ে শহরে ঢোকার চেষ্টা করছে সেনাবাহিনী৷ মসুল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইরাকি সেনাবাহিনী৷ প্রায় দু’সপ্তাহ ধরে চলছে ব্যাটল ফর মসুল৷
দ্য ইন্ডিপেন্ডেন্ট সূত্রে খবর, মসুল যুদ্ধে এত বড় সাফল্য এর আগে সরকারি বাহিনী পায়নি৷ কুর্দিশ প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অফ স্টাফ হুসেইন জানিয়েছেন, “আমাদের কাছে খবর রয়েছে, বাগদাদি শহরের ভিতর আটকে রয়েছে৷ তাকে নিকেশ করতে পারলেই গোটা আইএস জঙ্গি গোষ্ঠীর কোমর ভেঙে দেওয়া সম্ভব৷” কিন্তু ইরাকি সেনার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে নিরাপদে রেখে জঙ্গিদের নিকেশ করা৷ কারণ, জঙ্গিরা হাজার হাজার সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে৷ মসুল যুদ্ধে প্রচুর সাধারণ মানুষ মারা পড়ছেন বলে অভিযোগ উঠেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.