সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পাকিস্তানের। একদিকে একের পর এক জেহাদি হামলা তো অন্যদিকে চরম আর্থিক সংকট। এর মাঝেই পাকিস্তানকে ‘ইসলামের নামে ক্যানসার রাষ্ট্র’ বলে কটাক্ষ করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক শাখা সংগঠন। তাদের দাবি, আমেরিকার অঙ্গুলিহেলনে দেশ চালাচ্ছে পাক সরকার।
পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স আদপে ISIS-এর শাখা সংগঠন। তারা এবার পাক প্রশাসন তথা সে দেশের শাসকদলকে বিঁধল। ‘খোরশান ঘাগ’ ম্যাগাজিনে তাদের দাবি, “ইসলামের নামে পাকিস্তান আদপে ক্য়ানসার রাষ্ট্র। যারা এ দেশের সরকার চালাচ্ছে, তারা আদপে আমেরিকার ইশারায় চলে।” কেন একথা বলল তারা, তার স্বপক্ষেও যুক্তি সাজিয়েছে জঙ্গি সংগঠনটি।
ISKP’র দাবি, ভোটে রিগিং করে ইমরান খানকে পাকিস্তানের গদিতে বসানো হয়েছিল। রাশিয়া সফরে যাওয়ার পরই তাঁকে গদিচ্যুত করা হয়। এই দুই ঘটনার পিছনেই আমেরিকার মদত রয়েছে বলে দাবি করেছে জেহাদি সংগঠনটি। সম্প্রতি পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেই সফরে তিনি আমেরিকা থেকে নির্দেশ আনতে গিয়েছিলেন বলেও কটাক্ষ করেছে ISKP। এরপরই তাদের ঘোষণা, মার্কিন চরেদের বিরুদ্ধে জেহাদ চলবে।
প্রসঙ্গত, জানুয়ারিতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ফের জঙ্গি হামলায় (Terrorist attack) বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। পুলিশের সদর দপ্তরে পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত অন্তত ৭। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী তথা তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। আবার গত সপ্তাহেই পাকিস্তানের উত্তরপশ্চিম অঞ্চলে এক বিস্ফোরণে মারা যান আশিরও বেশি পুলিশ অফিসার। একের পর এক এধধরনের ঘটনার মাঝেই আরেক জঙ্গি সংগঠেনর জেহাদ চালিয়ে যাওয়ার ঘোষণা নিসন্দেহে পাকিস্তানের উপর চাপ তৈরি করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.