Advertisement
Advertisement

Breaking News

সিরিয়ায় নিহত আবু মুসাব-সহ ১৩ শীর্ষ আইএস নেতা

প্রবল ধাক্কা খেল ইসলামিক স্টেট।

ISIS 'war minister' Abu Musab killed in Syria
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2017 2:08 pm
  • Updated:May 24, 2017 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ধাক্কা খেল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সিরিয়ান সেনার হামলায় নিহত হয়েছে আইএস-এর ‘যুদ্ধমন্ত্রী’ কুখ্যাত জঙ্গি আবু মুসাব আল মাসরি। সেনা সূত্রে বুধবার খবরটি প্রকাশ্যে আসে বলে দাবি করেছে সিরিয়ার সংবাদমাধ্যম।

[অশালীন মন্তব্যের জেরে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লকেটের]

Advertisement

জানা গিয়েছে, আলেপ্প শহরের পূর্ব প্রান্তে আইএস জঙ্গিদের সঙ্গে প্রবল লড়াই হয় সিরীয় সেনার। ওই লড়াইয়ে বেশ কয়েকজন সৌদি ও ইরাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে মারা পড়ে আবু মুসাবও। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের রণনীতি নির্ধারণ করত মুসাব। সিরীয় সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ওই অভিযানে মারা পড়েছে মুসাব-সহ জঙ্গি সংগঠনটির প্রায় ১৩ শীর্ষ নেতাও।

[‘সুখোই খোঁজার অজুহাতে চিন সীমান্তে অশান্তি ছড়াচ্ছে ভারত’]

গতবছর সিরিয়ায় মার্কিন ড্রোন হানায় প্রাণ হারায় ইসলামিক স্টেটের তৎকালীন যুদ্ধমন্ত্রী আবু ওমর আল-শিশানি। প্রথমদিকে জয়ের মুখ দেখলেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে আইএস। উল্লেখ্য, এপ্রিল মাসে মার্কিন ও আফগান সেনার একটি যৌথ অভিযানে নিকেশ হয়েছিল আফগানিস্তানে জঙ্গি সংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি আব্দুল হাসিব। গতবছর, একটি মার্কিন বিমান হানায় জঙ্গিনেতা হাফিজ সইদ খানের মৃত্যুর পর আফগানিস্তানে ইসলামিক স্টেটের প্রধান হিসেবে নিযুক্ত হয় হাসিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement