Advertisement
Advertisement

গুলশান-কাণ্ডে নিহত ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ আইএসের

১৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটিতে আরবি ভাষার পাশাপাশি বাংলাতেও বক্তব্য রাখা হয়েছে।

ISIS released Video from Bangladesh features 5 Dhaka Terrorists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 8:13 pm
  • Updated:September 24, 2016 8:31 pm  

সুকুমার সরকার, ঢাকা: গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার কাণ্ডে নিহত ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মার্কিন মুলুকের জঙ্গি নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার মধ্যরাতে ভিডিও প্রকাশের খবর দিয়েছে। আইএসের মদতপুষ্ট সংবাদ সংস্থা আমাক’র বরাতে ভিডিওটি প্রকাশ পেয়েছে বলে খবর।

গুলশান হামলার কয়েক দিন আগেই জঙ্গিদের বক্তব্যের এই ভিডিও আইএসের কাছে পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ ভিডিওটির শেষের দিকে সেই পাঁচ জঙ্গির বক্তব্য রয়েছে, যারা গুলশান হামলার পর সেনাবাহিনীর হাতে খতম হয়েছিল। ১৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটিতে আরবি ভাষার পাশাপাশি বাংলাতেও বক্তব্য রাখা হয়েছে। কী রয়েছে সেই ভিডিওতে? প্রথম ৯ মিনিট ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, শোলাকিয়া মসজিদের ইমাম-সহ কয়েকজনের বিভিন্ন অনুষ্ঠানের বক্তৃতা তুলে ধরে বাংলাদেশের সমাজের কড়া সমালোচনা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়েও তীব্র নিন্দা করা হয়েছে। এখানেই শেষ নয়, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিশ্বনেতাদের ছবি ব্যবহার করে তাদের ‘কাফের’ আখ্যা দিয়ে বলা হয়, ‘মুসলিমদের তাদের প্রতি কঠোর হতে হবে।’

Advertisement

গুলশান হামলার প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার মৃত জঙ্গিদের ঢাকায় করব দেওয়া হয়। আর তারপরই এই ভিডিও প্রকাশ করল আইএস। ভিডিওটির শেষ দিকে গুলশান হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গিকে হাতে অস্ত্র নিয়ে আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে। এক জঙ্গি নিবরাস ইসলাম বলছে, ‘মানুষ আমাদের সম্পর্কে কী ভাবছে অথবা কী বলছে তাতে আমাদের কিছু যায় আসে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement