সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি-বোমার আঘাতে রক্তাক্ত ইরাক৷ মসুলে ইরাকি সেনার অভিযানের পাল্টা জবাব দিল ইসলামিক স্টেট জঙ্গিরা৷ উত্তর ইরাকের কিরকুক প্রদেশের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়ে জঙ্গিরা ৪৬ জনকে হত্যা করল৷ নিহতরা প্রায় সবাই সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে রয়টার্স সূত্রে খবর৷
শুক্রবার কুর্দদের প্রাধান্য বিশিষ্ট শহরগুলিতে এই হামলা প্রমাণ করে দিল, সরকারি বাহিনীর অভিযান সত্ত্বেও ইসলামিক স্টেট জঙ্গিদের মনোবলে এতটুকু ভাঙন ধরেনি৷ দু’বছরেরও বেশি সময় ধরে জঙ্গিদের কবলে থাকা মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে ইরাকি সেনা৷ সেই অভিযানের বিরুদ্ধে বার্তা দিতেই এদিনের হামলা বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ গতকাল, সেনাবাহিনীর অভিযানে ২৫ জন জঙ্গি মারা পড়েছে বলেও খবর মিলেছে৷
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রকের এক ব্রিগেডিয়ার জেনারেল সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, জঙ্গিদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন৷ কতজন নাগরিক পণবন্দী হয়ে আছে, তার সঠিক সংখ্যা জানা নেই৷ কিরকুকের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক হতাহতের সংখ্যা স্বীকার করে নিলেও তাঁর কাছ থেকেও পণবন্দিদের সঠিক সংখ্যা জানা যায়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.