সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিস জঙ্গির হামলায় মৃত্যু হল সিরিয়ার (Syria) ২৩জন সেনার। গুরুতর আহত হয়েছেন আরও দশজন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি বাসে হামলা চালায় আইসিস (ISIS) জঙ্গিরা। উল্লেখ্য, চলতি সপ্তাহেই এক জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ১০ সেনাকর্মীর। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকেই সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়েছে আইসিস। তবে এখনও সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দাপট রয়েছে জঙ্গিগোষ্ঠীর।
জানা গিয়েছে, দের এজর প্রদেশে একটি সেনাবাহিনীর বাসে হামলা চালিয়েছে আইসিস জঙ্গিরা। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে, এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন সিরিয়ার ২৩ জন সেনা। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন সেনা। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। আরও ১২জন সেনা নিখোঁজ বলেই খবর। তবে চলতি সপ্তাহেই সিরিয়ার সেনার উপরে হামলা চালিয়েছিল আইসিস জঙ্গিরা। রাকা শহরে অন্তত ১০ সেনার মৃত্যুর খবর মেলে।
প্রসঙ্গত, ২০১৯ সালে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের নেতৃত্বে আইসিস জঙ্গি দমন শুরু হয়। তার জেরেই সিরিয়ার মাটি থেকে কার্যত মুছে যায় আইসিস। তবে এখনও দেশের নানা প্রান্তে জঙ্গিগোষ্ঠীর অস্তিত্ব রয়ে গিয়েছে। দাপট হারানোর পরেও বারবার নিজেদের প্রভাব বিস্তার করতে একাধিক নাশকতা চালিয়েছে আইসিস জঙ্গি গোষ্ঠী। সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাকর্মী- সকলকেই নিশানা করেছে তারা।
চলতি বছরের পরিসংখ্যান বলছে, মাত্র আট মাসের মধ্যেই আইসিসের নাশকতার বলি হয়েছেন ১৮৮ জন সেনা। সেই সঙ্গে হামলার জেরে মৃত্যু হয়েছে ১৫৭ জন সাধারণ নাগরিকের। তবে পালটা আঘাতে নিকেশ হয়েছে ২০ জন আইসিস জঙ্গিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.