Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদেশের মাটিতে ভারতকে অসম্মানের ছক কষছে ISI

বৃথা ইমরানের বন্ধুত্বের বার্তা!

ISI is drawing up elaborate plans to embarrass India during the Independence day functions in London
Published by: Tanujit Das
  • Posted:August 4, 2018 6:26 pm
  • Updated:August 4, 2018 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে জয়ী হয়ে, জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান৷ সম্ভবত ভাবি পাক প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কল্পনার স্তরেই রয়ে যাবে৷ নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যেকার সম্পর্ক ঠিক করতে কতটা সচেষ্ট পাক গোয়েন্দা সংস্থা আইএসআই, সেই বিষয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে৷ বিশেষ করে, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে যখন ভারত বিরোধী গোষ্ঠীদের মদত দেওয়ার অভিযোগ উঠছে আইএসআই-এর বিরুদ্ধে৷

[রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ভারতকে ছাড় আমেরিকার]

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগেই লন্ডনের মাটিতে ভারতকে বেকায়দায় ফেলতে চাইছে পাক গোয়েন্দা সংস্থা৷ সেজন্য তারা যোগাযোগ করেছে বিভিন্ন খালিস্থানী সংগঠনের সঙ্গে৷ লন্ডনে গিয়ে ইতিমধ্যে এই সংগঠনগুলির সঙ্গে বৈঠকও করে এসেছে পাক প্রশাসনের উচ্চকর্তারা৷ জানা গিয়েছে, আগামী ১২ আগস্ট, অর্থাৎ ১৫ আগস্টের তিনদিন আগে লন্ডনে ভারত বিরোধী একটি মিছিল করতে চলেছে খলিস্তানি সংগঠনগুলি৷ স্বাধীন খলিস্তানের দাবিতে এবং ১৯৮৪-র শিখ গণহত্যার প্রতিবাদে হতে চলেছে সেই মিছিল৷ সূত্রের খবর, এই মিছিলকে ব্যবহার করেই লন্ডনের মাটিতে ভারতকে খাটো করতে চাইছে পাক গোয়েন্দা সংস্থা৷

[পাকিস্তানে ‘কর্ণাটক মডেল’! ইমরানকে রুখতে মহাজোট নওয়াজ-বিলাবলের]

কেবল পাক গোয়েন্দা সংস্থাই নয়৷ জানা গিয়েছে, খলিস্তানি সংগঠনগুলিকে উসকানি দিচ্ছে লন্ডনে বসবাসকারী বিভিন্ন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতারাও৷ এই যৌথ মগজ ধোলাইয়ে দ্বারা প্রভাবিত হয়েই সম্প্রতি এই বিষয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছে World Kashmir Freedom Movement, Kashmir Patriotic Forum International ও Pakistani Welfare Organisation-এর মতো সংগঠনগুলি৷ যাতে নেতৃত্ব দিয়েছে পরমজিৎ সিং পাম্মা নামে এক খলিস্তানি নেতা৷ প্রসঙ্গত, পাক নির্বাচন শুরুর আগে থেকেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে সেনা ও আইএসআই-এর সঙ্গে সখ্যতা নিয়ে অভিযোগ ওঠে৷ নির্বাচনে জয়ের পর সেই অভিযোগ আরও জোড়ালো করে বিরোধীরা৷ নির্বাচনে জিতে প্রথম বক্তৃতায় ইমরান বলেছিলেন ভারত বন্ধুত্বের দিকে এককদম এগোলে, তিনি দু’কদম এগোবেন৷ তবে পাক গোয়েন্দা সংস্থাই এই কার্যকলাপ ভাবি প্রধানমন্ত্রীর ইচ্ছার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement