Advertisement
Advertisement

Breaking News

আইএসআই-এর নির্দেশেই উপত্যকায় খুন তিন পুলিশ কর্মী!

চাঞ্চল্যকর কথোপকথন ভারতীয় গোয়েন্দাদের হাতে৷

ISI instructed terrorists to kill police officials, intercepted chats reveal
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2018 3:07 pm
  • Updated:September 23, 2018 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার জম্মু-কাশ্মীরে তিন পুলিশ অফিসারকে অপহরণ করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ সূত্রের খবর, সুদূর পাকিস্তান থেকে সেই নির্দেশিকা এসে পৌঁছায় জঙ্গিদের কাছে৷ নির্দেশ আসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কাছ থেকে৷ সেই চাঞ্চল্যকর কথোপকথনই হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের৷ যেখানে মৃত পুলিশ অফিসারদের নাম উল্লেখ করে সুপারি দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, প্রথমে অপহরণ করতে ও তারপর খুন করতে৷

[বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম উগ্রপন্থী সংগঠন মাওবাদী!]

Advertisement

জানা গিয়েছে, কথোপকথনে তিন পুলিশ কর্মীর নাম উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, নাসির আহমেদ, ফিরদৌস আহমেদ ও কুলওয়ান্ত সিং-কে অপহরণ করে খুন করতে হবে৷ কয়েকদিনের মধ্যেই কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় নির্বাচন৷ আগেই যা বয়কট করেছে দুই বিরোধী দল পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স৷ এই নির্বাচনের আগে উপত্যকার মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে হবে বলেও আইএসআই-এর তরফ থেকে নির্দেশে বলা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করে তা নিশ্চিত করতেই জঙ্গিদের কাজ করতে বলেছে আইএসআই-এর শীর্ষকর্তারা৷

[সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের]

মার্কিন মুলুকে ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে গিয়েছে৷ গত বুধবার এক ভারতীয় জওয়ানকে সীমান্তে গলা কেটে হত্যা করে পাক রেঞ্জার্সরা৷ এরপরেই, শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলিশের তিন অফিসারকে অপহরণ করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ এরপরেই ভারত-পাক বৈঠক বাতিলের ঘোষণা করে ভারত৷ টেবিলে বুলি আর সীমান্তে গুলি একসঙ্গে চলতে পারে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয় নয়াদিল্লির তরফ থেকে৷ যদিও সমস্ত অভিযোগ এড়িয়ে গিয়েছে পাকিস্তান৷ গতকালই ইসলামাবাদের পক্ষ থেকে জানান হয়েছে এই নক্কারজনক কাজের সঙ্গে তাদের কোনও যোগ নেই৷ ভারতের হাতে আসা এই কথোপকথনের তথ্যের দ্বারাই জওয়ান ও পুলিশ অফিসার খুনে আইএসআই-এর যোগ স্পষ্ট হয়েছে বলে গোয়েন্দাদের মত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement