সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব ইতিমধ্যেই দখলে এসেছে৷ এবার মসুলের পশ্চিমাংশ দখলের জন্য উঠে পড়ে লেগেছে ইরাকি সেনা৷ যদিও জঙ্গিরাও তাদের শেষ ঘাঁটি রক্ষার জন্য কড়া প্রতিরোধে করছে বলেও জানাচ্ছেন ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাদেল৷ তিনি জানান, মসুল শহরের এই অংশ জনবহুল হওয়ায় খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে সেনাবাহিনীকে৷যাতে স্থানীয় নাগরিকরা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন৷
২০১৪ সালে মসুল দখল করে আইএস জঙ্গিরা৷ এটা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর৷ আর বর্তমানে এই মসুলই এই মুহুর্তে আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি৷ এই মুহুর্তে মসুলকে আইএস মুক্ত করতে লড়াই করছে ইরাকি সেনা ও কুশ পেশমের্গা বাহিনী৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী৷ পাশাপাশি আইএসদের দখল মুক্ত করতে আকাশপথে ড্রোন হামলা চালাচ্ছে মার্কিন সেনা৷
জঙ্গিদের সবদিক থেকে কোণঠাসা করতে ভেঙ্গে ফেলা হয়েছে ৫টি সেতু৷ যাতে জঙ্গিরা মসুল ছেড়ে বের হতে না পারে৷ পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন হলে অস্ত্র, খাবার, সবকিছুর জোগানই বন্ধ হয়ে যাবে জঙ্গিদের কাছে৷ তবে আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি সেনা যতই সাবধানী হোক না কেন, এই লড়াইয়ে মাসুল গুনতে হচ্ছে মসুলের বাসিন্দাদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.