সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিকমতো হিজাব না পরার অপরাধে নীতি পুলিশের মারে মৃত্যু হয়েছিল কুর্দ তরুণী মাহসা আমিনির। প্রতিবাদে গর্জে উঠেছিল ইরান। শুরু হয়েছিল হিজাব বিদ্রোহ। আর এবার সেই বিদ্রোহেরই আর এক চেহারা দেখল সেদেশ। হিজাব নিয়ে কড়াকড়ির প্রতিবাদে পোশাক খুলে অন্তর্বাস পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হতে দেখা গেল এক তরুণীকে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী কেবল অন্তর্বাস পরে হেঁটে চলেছেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন। কেন এমন করলেন তিনি? শোনা যাচ্ছে, যথাযথ ভাবে হিজাব না পরার জন্য নাকি তাঁকে নিগ্রহ করেন নিরাপত্তারক্ষীরা। আর তার প্রতিবাদেই হিজাব খুলে কেবল অন্তর্বাসটুকু পরে রেখেই তিনি হাঁটতে শুরু করেন।
More footage from the university in Iran shows the young woman removed her underwear as well in protest because getting beaten and dragged into a car
— Emily Schrader – אמילי שריידר امیلی شریدر (@emilykschrader) November 2, 2024
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, থানায় নিয়ে দিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় পরিষ্কার হয়ে গিয়েছে ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছেন। সোশাল মিডিয়ায় অনেক নেটিজেন আবার প্রশ্ন তুলেছেন, অতিষ্ঠ হয়েই এমন কাজ করেছেন তরুণী। একজনের মন্তব্য, ‘অধিকাংশ মহিলার কাছেই অন্তর্বাস পরে পথে হাঁটা রীতিমতো দুঃস্বপ্নের। তবু এই ধরনের আচরণের পিছনে আসলে রয়েছে কর্তৃপক্ষের বিপুল জেদ।’
এখন কোথায় আছেন ওই তরুণী? সেটা এখনও জানা যায়নি। তবে ইরানের এক বহুলপ্রচারিত সংবাদপত্রের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে, ওই তরুণী মানসিক ভাবে অত্যন্ত অসুস্থ। তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.