Advertisement
Advertisement
Iran

আমেরিকাকে টক্কর, শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন ইরানের

প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে 'ফাত্তা'।

Iran unveils hypersonic missile able to beat air defenses। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 6, 2023 7:25 pm
  • Updated:June 6, 2023 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে টক্কর দিতে এবার ‘শব্দভেদী’ ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান (Iran)। শব্দের চেয়ে কেবল দ্রুতগতিতে যাওয়াই নয়, ১৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে এমন এক ক্ষেপণাস্ত্রের আবরণ উন্মোচিত হল মঙ্গলবার। সেটির নাম ‘ফাত্তা’। তেহরানে পরমাণু প্রকল্পকে ঘিরে মার্কিন-ইরান দ্বন্দ্বের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রকে প্রদর্শন করে কার্যত ওয়াশিংটনকে কড়া বার্তা দিতে চাইল ইরান, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

রাশিয়া, চিন, আমেরিকা এবং উত্তর কোরিয়া এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হলেও এখনও পর্যন্ত হোয়াইট হাউস কিন্তু এই ধরনের ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে উঠতে পারেনি। তবে ইরান এই ক্ষেপণাস্ত্রের আবরণ উন্মোচন করে যে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, বলাই বাহুল্য। প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে ফাত্তা। ফার্সিতে যার অর্থ ‘বিজয়ী’।

Advertisement

[আরও পড়ুন: দু’বছর পরে কলকাতা লিগে প্রত্যাবর্তন, কঠিন গ্রুপে মোহনবাগান]

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আজ আমরা অনুভব করছি যে প্রতিরোধ শক্তি গঠিত হয়েছে। এই শক্তিই আঞ্চলিক দেশগুলির জন্য স্থায়ী নিরাপত্তা ও শান্তির নোঙর।” সেই সঙ্গে ইরানের দাবি, বর্তমান কোনও সিস্টেম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার মতো যোগ্য নয়।

[আরও পড়ুন: উপার্জনের সিংহভাগ স্বেচ্ছাসেবী সংস্থাকে! বিল গেটসের সঙ্গে এই ভারতীয় শিল্পপতির যোগ কোথায়?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement