সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেহরানে এক কুচকাওয়াজে শুক্রবারই নয়া ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করে ইরান। আর সেদিনই কোনও আগাম ঘোষণা ছাড়া মিসাইলটি ছুড়ে সকলকে চমকে দিল ইরান। সূত্রের খবর, নয়া এই ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু বোমা বহনে সক্ষম। সে দেশের সরকারি সংবাদ চ্যানেল এই খবর সম্প্রচার করে শনিবার। তারপরই বিশ্ব জুড়ে রাষ্ট্রনেতাদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, কাকে লক্ষ্য করে কড়া বার্তা দিল ইরান?
শুক্রবারের মিলিটারি প্যারেডে প্রকাশ্যে আসে ইরানের নয়া ব্যালিস্টিক মিসাইল। নাম, খোররামশাহর মিসাইল। প্রায় ২০০০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে এই মিসাইল। একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বহনে সক্ষম এই অত্যাধুনিক মিসাইল। কোনও একটি অজানা স্থান থেকে এই মিসাইল ছোড়া হয়। মিসাইলটি ছোড়ার ফুটেজ দেখানো হয় সরকারি টেলিভিশনে। সেখানে বলা হয়, ‘নয়া মিসাইলটি দেখতে আরও ছোট হয়েছে। কিন্তু এর পাল্লা ও আঘাত করার ক্ষমতা বেড়েছে।’ এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহজেই চলে আসছে ইজরায়েল, সৌদি আরব ও ভারত। শুক্রবারের প্যারেডে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেশের প্রতিরক্ষাকে আরও মজবুত করবে নয়া মিসাইল।
Iran unveiled Khoramshar ballistic missile. 1 ton warhead for a range of 2000 km, per officials. Liquid propulsion, largest diameter to date pic.twitter.com/qEnwGOiVGh
— Tal Inbar (@inbarspace) September 22, 2017
তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমাদের মিলিটারি শক্তি প্রদর্শনে কোনও কুন্ঠা বোধ করবে না। নিজেদের দেশকে রক্ষা করতে ইরান কারও অনুমতি চাইবে না।’ আর কোনও দেশে সিরিয়া, ইয়েমেন বা প্যালেস্টাইনকে সাহায্য করুক বা না করুক, ইরান যে ওই তিন দেশকেই প্রত্যক্ষভাবে সমর্থন জানাবে সে কথাও শুক্রবার প্যারেডে মনে করিয়ে দেন রুহানি। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে খানিকটা বাদানুবাদ রয়েছে। গত সপ্তাহেই ইরানকে তাদের বরাদ্দ দিতে গিয়ে ট্রাম্পের কটাক্ষ, ইতিহাসের জঘন্যতম চুক্তি। আসন্ন অক্টোবরে ইরানকে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম দেওয়া হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমেরিকা। মার্কিন কংগ্রেসে ওই বিল পেশ হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্তুষ্ট নয় ফ্রান্সও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.