সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েমেনে মৃত্যুদণ্ডের (Death Sentence) সাজাপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) প্রাণ বাঁচাতে আর্জি জানিয়েছিল বিদেশমন্ত্রক। এবার সেই আর্জিতে সাড়া দিল ইরান। এই বিষয়ে যতটা সম্ভব সাহায্যের আশ্বাস দিল তারা।
ইয়েমেনের সঙ্গে ইরানের সম্পর্ক জটিল। সেদেশের জঙ্গি গোষ্ঠী হাউথিকে মদত জোগানোর অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। ইয়েমেনের বহু অঞ্চলে বিশেষ প্রভাব রয়েছে তেহরানের। আর সেই প্রভাবশালী হিসেবেই তারা এবার নিমিশার বিষয়ে বিবেচনা করার কথা জানাল।
স্বামীকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন নিমিশা । ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। আগামী এক মাসের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা।
এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর মোদি সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘‘ইয়েমেনে নিমিশা প্রিয়ার সাজা সম্পর্কে আমরা অবগত। নিমিশার পরিবার তাঁর প্রাণরক্ষার জন্য সমস্তরকম চেষ্টা করছে। সরকার ওই পরিবারের পাশে আছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করছে।’’ ইয়েমেনের প্রেসিডেন্ট যাতে প্রিয়াকে প্রাণভিক্ষা দেন তার জন্য সরকারের তরফে আবেদন জানানো হবে বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে ইরান এই ইস্যুতে পাশে থাকার আশ্বাস দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.