সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে সেনার উপর হামলায় ২৫ জনকে খতম করার অভিযোগ। অবশেষে ৫ বছর পর অভিযুক্ত ইরান-সুইডিশ নাগরিককে ফাঁসি দিল ইরান। সম্প্রতি বিদেশ থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
জানা গিয়েছে, ফারাজোল্লাহ ছাব ওরফে হাবিব আসায়ুদকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান (Iran)। শনিবার তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরান-সুইডিশ দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাঁর। তিনি নাকি আরবের বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন অব আহওয়াজের নেতা ছিলেন। যারা ইরানের বিভিন্ন প্রান্তে হামলা চালায়। ২০১৮ সালে ইরানের তৈল সম্পদে ভরপুর খুজেস্তানে হামলা চালায় লিবারেশন অব আহওয়াজ। নিশানায় ছিল ইরানের সেনাবাহিনী। প্রাণ যায় অন্তত ২৫ জনের। সেই অপরাধেই ৫ বছর পর হাবিব আসায়ুদকে মৃত্যুদণ্ড দিল ইরান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.