সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব না পরে অনলাইন কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি। এই ‘অপরাধে’ ২৭ বছরের পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হল ইরানে। তারকা ওই ইউটিউবার সম্প্রতি একটি ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করেন। ইউটিউবে সম্প্রচারিত হয় সেটি। সেদেশের সারি শহরে ঘটেছে এমনই এক ঘটনা।
ওই অনলাইন কনসার্টে কালো রঙের স্ট্র্যাপি বডিকন ড্রেস পরে পারফর্ম করেন পারাস্তু। সঙ্গে ছিলেন চারজন পুরুষ মিউজিশিয়ান। ভিডিওটির ‘ভিউ’ ছাড়িয়েছে ১৪ লক্ষ। ভিডিওর বিবরণ অংশে তিনি লেখেন, ‘এটা আমার অধিকার যা আমি অগ্রাহ্য করতে পারি না। যে দেশকে পাগলের মতো ভালোবাসি তার জন্য গান করা।’
প্রসঙ্গত, গত ২ বছর ধরে হিজাব বিতর্কে তোলপাড় হয়েছে ইরান। ২০২২ সালে হিজাব না পরে রাস্তায় বেরনোর অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল মাহসা আমিনি নামের এক তরুণীকে। ২৪ ঘণ্টা পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর বিশ্ব জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। যদিও ইরানের মৌলবাদী শাসক পালটা দমন পীড়ন চালায় বলে অভিযোগ। হিজাব আইন আরও কড়া হয় সেদেশে। আগে হিজাব আইন ভাঙলে ১০ দিন থেকে দুই মাস অবধি জেল এবং আর্থিক জরিমানা হত। মাহসাকাণ্ডের পর সেই মেয়াদ বৃদ্ধি করে ৫ থেকে ১০ বছর কারাদণ্ডের বিল পাশ হয় ইরান সংসদে। হিজাব-বিধি না মানলে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
কিন্তু এর পরও থামেনি প্রতিবাদ। সম্প্রতি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণীকে দেখা যায় অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হতে। জানা যায়, যথাযথ ভাবে হিজাব না পরার জন্য নাকি তাঁকে নিগ্রহ করেন নিরাপত্তারক্ষীরা। আর তার প্রতিবাদেই এই কাজ করেছেন তিনি। এর পরই জানা গিয়েছিল, বাধ্যতামূলক হিজাব আইন যাঁরা মানবেন না তাঁদের জন্য মনোচিকিৎসার ক্লিনিক খুলছে সেদেশের প্রশাসন। আর এবার হিজাব না পরায় গ্রেপ্তার হতে হল তারকা ইউটিউবারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.