Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

অনাস্থা প্রস্তাবের মুখে ইমরান, আগাম পদত্যাগের নির্দেশ পাক সেনাপ্রধানের!

পাক সেনার চার শীর্ষ পদাধিকারীই ইমরানকে গদি ছাড়তে নির্দেশ দিয়েছেন।

Intelligence inputs indicate that four senior-most Pak Army generals asked Pak PM to quit। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 20, 2022 3:56 pm
  • Updated:March 20, 2022 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে ততই দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। তাঁর বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী জোট। ওয়াকিবহাল মহলের ধারণা, সম্ভবত সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না ইমরান। গদি বাঁচানো প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে পাক সেনাও এবার হাত সরিয়ে নিচ্ছে ইমরানের উপর থেকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাক সেনার চার শীর্ষ পদাধিকারী, যাঁদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। বৈঠকে অনাস্থা প্রস্তাব থেকে শুরু করে বলোচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। কিন্তু যাবতীয় আলাপ আলোচনা সত্ত্বেও যে শেষ পর্যন্ত ইমরান আর সেনার আস্থাভাজন নেই, তা ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে।

Advertisement

আগামীকাল, সোমবারই বিরোধী দলগুলির জোটের তরফে পাক সংসদের স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। যদি তিনি সেটি গ্রহণ করে তাহলে সম্ভবত ২৮ তারিখ তা নিয়ে আলোচনা হবে। সেই ভোটাভুটিতে ইমরানের পক্ষে গদি বাঁচানো মুশকিল। এদিকে বিরোধীদের হুঁশিয়ারি, যদি স্পিকার প্রস্তাবটি গ্রহণ না করেন কিংবা ভোটাভুটির তারিখ পিছিয়ে দেন, তাহলে তাঁরা ধরনায় বসবেন।

[আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা, তিনটি ভুল ধারণা সম্পর্কে সচেতন করল WHO]

এই পরিস্থিতিতে পাক সেনাও কিন্তু ইমরানে পাশে নেই বলেই গোয়েন্দা সূত্র দাবি করছে। ২২ ও ২৩ মার্চ সংসদের সেক্রেটারিয়েট ভবনেই ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর বৈঠক রয়েছে। সেখানে ওই সংগঠনের সদস্য ইসলাম-প্রধান রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীরা যোগ দেবেন। পাক সেনার নির্দেশ, ওই সম্মেলনটির পরই যেন নিজেই ইস্তফা দেন ইমরান।

আসলে গোয়েন্দা সূত্রে পাওয়া খবর থেকে পরিষ্কার ইঙ্গিত, ইমরানকে ঘিরে চলতে থাকা লাগাতার বিক্ষোভের ঢেউ যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আর তাঁর পক্ষে গদি বাঁচানো সম্ভব নয়। সেকথা বুঝে গিয়েছে পাক সেনাও। তাছাড়া ইমরানের প্রতি সেনাও বেজায় ক্ষিপ্ত। বিশেষ করে ইউক্রেন ইস্যুতে যেভাবে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে কটাক্ষ করেছেন পাক প্রধানমন্ত্রী, সেটাও একেবারেই ভালভাবেই নিচ্ছে না তারা। এদিকে মুদ্রাস্ফীতির ধাক্কায় পাকিস্তানের বেহাল দশার জন্যও তারা কাঠগড়ায় তুলছে ইমরানকেই। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের মসনদে যে আর টিকে থাকা সম্ভব নয় তা সম্ভবত বুঝছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান নিজেও।

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্ক থেকে সরে আসতে চাওয়ার ‘শাস্তি’, প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ল যুবক!]

উল্লেখ্য, গত বারের মার্চেও ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তবে সেবার ১৭৮টি ভোট পেয়ে গদি হারাতে হারাতে বেঁচে যান ইমরান। প্রয়োজনীয় চেয়ে ৬টি ভোট বেশি পেয়েছিল তাঁর সরকার। কিন্তু এবার ভোটাভুটিতে তাঁর গদি হারানো কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement