সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্ধ্বগগনে তুলিয়া ফোন, এমন ওঠে ‘সেলফি’ হিল্লোল৷ বেশিরভাগ মানুষ আজকাল তাতেই দিক-বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন৷ কাণ্ডজ্ঞান তো দূরস্থ, মানুষ মান-হুঁশ দুই জলাঞ্জলি দিয়ে বসে থাকে৷ তাই তো জ্বলন্ত বিল্ডিংয়ে আগুন নেভানোর বদলে ‘সেলফি’ তুলতেই বেশি ব্যস্ত থাকে জেন ওয়াই৷ আবার রেল লাইনে ট্রেনের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে নিজেরাই বলি হয়ে বসে৷ এই ‘সেলফি’ র টানে কত জন যে বয়ে গিয়েছে স্রোতের টানে তাঁর খোজ মেলা ভার৷
আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি
মানুষের এই ‘সেলফিশ ‘সেলফি’র সাম্প্রতিকতম বলি ছোট্ট এক শিশু ডলফিন৷ দিশা হারিয়ে ফেলেছিল সে৷ ভাগ্য তার এমনই, ভাসতে ভাসতে চলে এসেছিল আর্জেন্টিনার সৈকতের কাছে৷ পড়ে গিয়েছিল কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের খপ্পরে৷ ছোট্ট প্রাণীটির প্রাণের থেকে ‘সেলফি’ তোলাটা বেশি প্রয়োজনীয় ছিল তাঁদের কাছে৷ দেখুন কীভাবে মানুষের ‘সেলফি’ র ফাঁদে পড়ে প্রাণ গেল একরত্তি শিশুর৷
আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প
মৃত্যুর পরও রেহাই পায়নি ছোট্ট ডলফিনটা৷ মানুষের অতিরিক্ত কৌতুহল তখনও সেই মৃতদেহের ছবি তুলতে ব্যস্ত ছিল৷ শেষে সৈকত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তুলে নিয়ে যায় মৃতদেহটি৷ ততক্ষণে অবশ্য অনেক মানুষই ঐতিহাসিক ‘সেলফি’ তুলে ফেলেছেন৷
সবার চোখের সামনে ব্যক্তিকে গিলে ফেলল অ্যানাকোন্ডা…তারপর?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.