Advertisement
Advertisement

Breaking News

Infosys

বিশ্বের সেরা ১০০ সংস্থার মধ্যে ভারতের মাত্র ১! তালিকা টাইমস ম্যাগাজিনের

কোন সংস্থা পেল সেরার শিরোপা?

Infosys is the only Indian company in Times top 100 companies | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 15, 2023 1:54 pm
  • Updated:September 15, 2023 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা ১০০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন (Times Magazine)। সেখানে জায়গা পেয়েছে ভারতের একটি সংস্থা। সেরা ১০০টি সংস্থার মধ্যে রয়েছে ভারতের ইনফোসিস (Infosys)। তালিকায় রয়েছে মাইক্রোসফট, অ্যাপলের মতো সংস্থাও। তবে সবমিলিয়ে ৭৫০টি সংস্থার একটি তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। ভারতের মোট ৮টি সংস্থা রয়েছে এই তালিকায়।

একাধিক তথ্যের ভিত্তিতে অনলাইন ডেটা প্ল্যাটফর্ম স্ট্যাটিসটার সঙ্গে যৌথভাবে বিশ্বের সেরা কোম্পানিগুলির একটি তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। কোম্পানিগুলোর বার্ষিক আয়ের পাশাপাশি সংস্থার কর্মীদের মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই তালিকা। সেখানেই প্রথম একশোর মধ্যে জায়গা করে নিয়েছে ইনফোসিস। একমাত্র ভারতীয় সংস্থা হিসাবেই এই তালিকায় রয়েছে নারায়ণমূর্তির কোম্পানি।

Advertisement

[আরও পড়ুন: সিগন্যালিংয়ের সমস্যায় ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা]

সব মিলিয়ে ৭৫০টি সংস্থার তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। সেখানে রয়েছে উইপ্রো, মাহিন্দ্রা গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। প্রথম ২৫০টি সংস্থার তালিকাতেই রয়েছে এই তিন কোম্পানি। এছাড়াও এইচসিএল টেকনোলজি, এইচডিএফসি ব্যাঙ্কের মতো সংস্থাও। সবমিলিয়ে প্রথম ৭৫০টি কোম্পানির মধ্যে রয়েছে আটটি ভারতীয় কোম্পানি।

প্রসঙ্গত, সদ্যপ্রকাশিত টাইম ১০০ নেক্সট তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের হরমনপ্রীত কৌর। আগামী দিনের নেতা হিসাবে ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো মহাতারকাদের পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন হরমন।

[আরও পড়ুন: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, হুগলিতে পথের বলি ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement