Advertisement
Advertisement

Breaking News

Infosys

ছাঁটাইয়ের মাঝেই সুখবর, কর্মীদের জন্য সংস্থার শেয়ার বরাদ্দ করল এই তথ্যপ্রযুক্তি কোম্পানি

কর্মীদের আয় বাড়ানোর এহেন উপায়ে খুশি সকলেই।

Infosys allots more than 5 lac share for employees | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:May 15, 2023 1:49 pm
  • Updated:May 15, 2023 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী মন্দার জেরে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। আগামী দিনে কর্মহীনের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা রয়েছে। এহেন পরিস্থিতিতে কর্মীদের জন্য আরও আয়ের পথ খুলে দিল ইনফোসিস (Infosys)। জানা গিয়েছে, বিপুল সংখ্যক কর্মীকে সংস্থার ‘ইকুইটি শেয়ার’ দিয়েছে সংস্থা। পাঁচ লক্ষেরও বেশি ইকুইটি শেয়ার বরাদ্দ করা হয়েছে কর্মীদের জন্য।

ইনফোসিসের কর ফাইলে বলা হয়েছে, মে মাসে কর্মীদের জন্য ৫ লক্ষ ১১ হাজার ৮৬২টি ইকুইটি শেয়ার বরাদ্দ করা হয়েছে। তবে সকলকে এই শেয়ার দেওয়া হয়নি। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন কর্মীদের শেয়ার দিয়েছে সংস্থা। দু’টি আলাদা রকমের প্ল্যানের আওতায় শেয়ার পেয়েছেন কর্মীরা। ইনফোসিসের মতে, এই সিদ্ধান্তের ফলে সংস্থার মালিকানার অংশ থাকবে কর্মীদের হাতেও। এহেন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন তথ্যপ্রযুক্তি দুনিয়ার কর্মীরা। 

Advertisement

[আরও পড়ুন: প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে পর্ষদ]

জানা গিয়েছে, ১ লক্ষ ৪ হাজার শেয়ার দেওয়া হয়েছে ২০১৫ সালের স্টক ইনসেনটিভ কমপেনসেশন প্ল্যানের আওতায়। বাকি শেয়ারগুলি দেওয়া হয়েছে ২০১৯ সালের ইনফোসিস এক্সপ্যান্ডেড স্টক ওনারশিপ প্রোগ্রাম অনুযায়ী। ৪ লক্ষ ৭ হাজার শেয়ার দেওয়া হয়েছে এই প্ল্যানের আওতায়। যদিও গত মাসে একধাক্কায় বেশ অনেকখানি পড়ে গিয়েছিল ইনফোসিসের শেয়ার। এহেন পরিস্থিতিতে কর্মীদের হাতে শেয়ার তুলে দিয়ে সংস্থার উন্নতি হবে বলেই দাবি ইনফোসিসের শীর্ষ কর্তাদের।

সংস্থার মালিকানা থাকবে কর্মীদের হাতেই, সেই বিষয়টি জেনেই বেশ খুশি হয়েছেন ইনফোসিসের কর্মীরা। একই মত অন্য় তথ্যপ্রযুক্তি কর্মীদেরও। তবে এই শেয়ার পেয়ে কর্মীদের কতখানি লাভ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই লোকসানের মধ্যে পড়েছে ইনফোসিস। ফলে কর্মীদের হাতে সংস্থার শেয়ারের লভ্যাংশ আদৌ পৌঁছবে কিনা, তা জানা নেই।

[আরও পড়ুন: শাহরুখের ‘পাঠান’কেও ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’! কীভাবে সম্ভব?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement