Advertisement
Advertisement
PM Modi

ওয়াশিংটনে বৃষ্টির মধ্যেই বাজল জাতীয় সংগীত, ‘ইন্দ্র দেবতার আশীর্বাদ’, মন্তব্য মোদির

আমেরিকায় সাংবাদিক সম্মেলনে দু'টি প্রশ্নের উত্তর দেবেন মোদি।

‘Indra Devta’s blessing’, PM Modi stands in rain in Washington National anthem plays। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2023 2:26 pm
  • Updated:June 22, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দিনের মার্কিন (US) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার তিনি পৌঁছেছেন ওয়াশিংটন ডিসিতে। বিমানবন্দরে জাতীয় সংগীত চলার সময় এদিন সকালে যখন দাঁড়িয়েছিলেন তিনি, সেই সময় অঝোরে বৃষ্টি পড়ছিল। যা দেখে মোদির মন্তব্য, ”এটা ইন্দ্র দেবতার আশীর্বাদ।”

টুইটারে সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন, ”এখানকার ভারতীয় সম্প্রদায় ও ইন্দ্র দেবতার আশীর্বাদ আমার এই সফরকে স্পেশাল করে তুলল।” এদিকে এদিন মোদি ও বাইডেন, দু’জনেই সাংবাদিকদের মুখোমুখি হবেন। যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মীর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ব্লেড-রড দিয়ে যুবতীকে নৃশংস নির্যাতন! চিৎকার করতেই টিভির আওয়াজ বাড়াল আত্মীয়রা]

জন কিরবি নামের ওই মুখপাত্র জানিয়েছেন, ”আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদির প্রতি, উনি সফরের শেষে সাংবাদিক সম্মেলন করবেন। আমাদের মতে এটা খুবই গুরুত্বপূর্ণ।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমের কাছ থেকে একটি করে অর্থাৎ মোট দু’টি প্রশ্নের উত্তর দেবেন মোদি ও বাইডেন।

উল্লেখ্য, আজই মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা মোদির। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দু’বার মার্কিন কংগ্রেসে ভাষণ দেননি। এধিকে ইতিমধ্যে ভারত ও মোদি স্তুতি শোনা যাচ্ছে শীর্ষ মার্কিন কর্তাদের মুখে। সব মিলিয়ে বলাই যায় ‘মোদি-জ্বরে’ ভুগছে আমেরিকা।

[আরও পড়ুন: নেহরু নন, যোগের জনপ্রিয়তার মূলে মোদিই! দলের উলটো সুর শশী থারুরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement