সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুতেই কি জীবনের শেষ? মানুষের মনে এ প্রশ্ন চিরন্তন৷ নানা দর্শনে নানাভাবে এর ব্যাখ্যা করা হয়েছে৷ মৃত্যু থেকেই আর এক লোকে নতুন জীবনের শুরু বলে মনে করা হয় জন্মান্তরবাদে৷ তবে পার্থিব শরীরটি যে নষ্ট হয়ে যায়, এ নিয়ে কোনও দ্বিধা নেই৷ কিন্তু ইন্দোনেশিয়ার এক গ্রামের মানুষ যেন তাও মানতে চান না৷ কবর থেকে মৃতদেহ তুলে, সাজিয়ে সেখানে পালিত হয় এক অদ্ভুত উৎসব৷
বহু প্রাচীন এই রীতিটি চলে আসছে ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপজাতির মধ্যে৷ যে অনুষ্ঠানটি তাঁরা পালন করেন, সেটি মৃতদেহ বা কঙ্কাল পরিষ্কারের৷ অক্ষরে অক্ষরে সে কথা পালন করেন তাঁরা৷ কবর থেকে তুলে আনেন প্রিয়জনের মৃতদেহ৷ তারপর ধুয়ে-মুছে, সাফসুতরো করে নতুন পোশাকে হুবহু আগের মতোই করে সাজিয়ে তোলা হয় কঙ্কালটিকে৷ পরে সেই সজ্জিত কঙ্কালের সঙ্গেই ছবি তোলেন পরিবারের সকলে৷ এটিই উৎসবের রীতি৷
প্রতি তিন বছর অন্তর পালন করা হয় শতাব্দীপ্রাচীন এই উৎসব৷ বিশেষ এই উপজাতির মানুষ বিশ্বাস করেন মৃত্যুতেই জীবনের শেষ নয়৷ আর এই মতকে সম্মান করতেই তাঁদের এই অদ্ভুত প্রথা৷ পারলৌকিক জীবনে নয়, এ জীবনেই তাঁরা জড়িয়ে রাখে তাঁদের প্রিয়জনের মৃতদেহ৷ প্রতি তিন বছর অন্তর বদলে দেওয়া কফিনও যাতে মৃতদেহে পচন না হয়৷ এছাড়া বিশেষ পদ্ধতিতে সাফসুতরো করার ফলে কঙ্কালও নষ্ট হয় না৷ মৃতদের তাঁরা সম্মান করেন বটে, তবে আর যাই হোক এই উপজাতির মৃতদের জন্য অন্তত ‘রেস্ট ইন পিস’ কথাটা খাটে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.