Advertisement
Advertisement

Breaking News

Indonesian

প্রশিক্ষণের সময় ঘাড়ে পড়ল ২১০ কেজির বারবেল! নির্মম পরিণতি প্রখ্যাত বডি বিল্ডারের

১৫ জুলাই প্যারাডাইস বালি জিমে দুর্ঘটনা ঘটে।

Indonesian Fitness Trainer Tries To Lift 210 Kilos and Dies After Weight Falls On his Neck | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 22, 2023 7:26 pm
  • Updated:July 22, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! যিনি বহু মানুষের কাছে বডি বিল্ডিংয়ের অনুপ্রেরণা, শরীরচর্চার সেই তরুণ প্রশিক্ষকের মৃত্যু হল স্ট্রেন্থ-ট্রেনিংয়ের সময় আকস্মিক দুর্ঘটনায়। কাঁধে বিশালাকার বারবেল পড়ে ৩৩ বছরেই পথচলা ফুরোলো ইন্দোনেশিয়ার (Indonesia) প্রখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির। এই ঘটনায় শোকগ্রস্ত সেদেশের ক্রীড়াজগত।

তিনি বডি বিল্ডার, শরীরচর্চার প্রশিক্ষিক, পুষ্টিবিদও বটে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ৩০ হাজার। গত ১৫ জুলাই প্যারাডাইস বালি জিমে কাঁধে বারবেল নিয়ে প্রশিক্ষণের সময় ঘটে ভয়ংকর দুর্ঘটনা। জানা গিয়েছে, ওই সময় মোট ২১০ কেজি ওজনের বারবেল নিয়ে স্ট্রেন্থ ট্রেনিং করছিলেন জাস্টিন। কাঁধে বারবেল নিয়ে সেটি পিছন দিক দিয়ে ওঠানোর চেষ্টা করছিলেন। সঙ্গে ‘স্পটার’ও (ওজন জোলায় সাহায্যকারী) ছিল। একসময় অতিরিক্ত ওজনে ভারসাম্য হারিয়ে ফেলেন স্পটার। ভিকির হাত থেকেও বারবেল খসে পড়ে। বিশালাকার সেই বারবেল জাস্টিনের ঘাড়ে এসে পড়ে। যার ফলে ঘাড়ে, মাথায়, গলায় গুরুতর আঘাত পান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘বেলারুশের প্রতি আগ্রাসন রাশিয়ার উপরে হামলা’, পোল্যান্ডকে হুঁশিয়ারি পুতিনের]

আহত জাস্টিনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, কাঁধে বিরাট ওজনের বারবেলা পড়ায় তাঁর হৃৎপিণ্ড ও ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি ছিঁড়ে যায়। দ্রুত অপারেশনও করেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যান জাস্টিন। মৃত্যুর পর থেকেই জাস্টিন ভিকির প্রতি শ্রদ্ধার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। দ্য প্যারাডাইস বালি জিমের তরফে একটি ইনস্টাগ্রাম পোস্টে ভিকিকে ‘সকলের অনুপ্রেরণা’ বলে অভিহিত করা হয়। লেখা হয়, “যেভাবে তুমি সকলকে অনুপ্রাণিত করেছ, তাতে তোমার উত্তরাধিকার বেঁচে থাকবে। প্রিয় বন্ধু, শান্তিতে বিশ্রাম করো, তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।”

[আরও পড়ুন: সীমা হায়দারের ভারতে থাকার জের? ‘শিক্ষা’ দিতে পাকিস্তানের একাধিক হিন্দু মন্দিরে রকেট হামলা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement