Advertisement
Advertisement

তীব্র ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

এক সপ্তাহে ব্যবধানের দু'বার ভূমিকম্প!

Indonesia earthquake leaves 82 dead
Published by: Kumaresh Halder
  • Posted:August 6, 2018 11:10 am
  • Updated:August 6, 2018 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে ভূকম্প কেড়ে নিয়েছিল ১৭টি প্রাণ। রবিবার ফের তীব্র কম্পন অনুভব করলেন ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮২ জন৷ ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। জারি করা হয়েছে সুনামির সতর্কতা৷ উদ্ধার কাজ চলছে জোর কদমে৷ রবিবার ভূকম্পন অনুভূত হয় বালি ও লম্বক দ্বীপে৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ বাড়ির বাইরে খোলা আকাশের নীচে আশ্রয় নেন বালি ও লম্বক দ্বীপের বাসিদ্ধারা৷ জারি সুনামি সতর্কতা৷

[মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল! রমরমিয়ে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছেন কিম]

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবারের ভূমিকম্পে জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়ি৷ মার্কিন জিওগ্রাফিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে৷ ভূমিকম্পের পর আরও প্রায় ২৪ বার কেঁপে ওঠে ইন্দোনেশিয়া মাটি৷  লম্বক দ্বীপের প্রধান শহর মাতারাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷  বিপর্যস্থ শহরের বিদ্যুৎ পরিষেবা ও টেলি যোগাযোগ ব্যবস্থা ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ৷ লম্বকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানল৷ গত ২৯ জুলাই সকালে এই  দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হয়েছিল৷ এবার প্রাণ হারালেন আরও ৮২ জন৷

Advertisement

এদিন ভূকম্পন অনুভূত হয় বালিতেও। ওয়েস্ট নুসার বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান জানিয়েছেন, বেশিরভাগ ক্ষতিই হয়েছে লম্বকে। প্রথমে মনে করা হয়েছিল, এখানে ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূকম্পনের জেরে লম্বকের তানজাং শহরের দুর্ঘটগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে ফিরিয়ে আনার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement