সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই পাকিস্তানে (Pakistan) জরুরি অবতরণ করল ইন্ডিগোর (IndiGo) বিমান। জানা গিয়েছে, দিল্লি থেকে দোহাগামী বিমানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক বিদেশি যাত্রী। তাঁর চিকিৎসার ব্যবস্থা করতেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু করাচির (Karachi) বিমানবন্দরে অবতরণের পর জানা যায়, বিমান চলাকালীনই মৃত্যু হয়েছে ওই যাত্রীর।
Doha bound IndiGo flight diverted to Pakistan’s Karachi due to a medical emergency onboard, says an airline official to ANI. pic.twitter.com/KuVJoIJmwm
— ANI (@ANI) March 13, 2023
জানা গিয়েছে, দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার (Doha) উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান। সোমবার সকাল পৌনে আটটা নাগাদ টেক অফ হওয়ার পরেই অসুস্থ বোধ করেন বিমানে থাকাএক যাত্রী। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। সেই মতোই পাকিস্তানে বিমান নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ভারতীয় বিমানের পাক আকাশসীমায় প্রবেশের অনুমতি নেই। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে দোহাগামী বিমানটিকে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। কিন্তু তারপরেই জানা যায়, আকাশপথেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর।
সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আবদুল্লা। ৬০ বছর বয়সি আবদুল্লা নাইজেরিয়ার নাগরিক। করাচির বিমানবন্দরে নামার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। যদিও এই বিষয়ে বিমান সংস্থার তরফে এখনও কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.