সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিচ্ছায় অরণ্য কেটে তেলের খনি তৈরির তোড়জোড়৷ কিন্তু অরণ্যজীবীদের সমবেত প্রতিবাদের কাছে সেই পুঁজিবাদী পরিকল্পনা মাথা নত করল৷ আইনি লড়াইয়ে জয়ী হয়ে আমাজনের জঙ্গলবাসী আটকে দিলেন তেলের খনি বণ্টন এবং উত্তোলনের কাজ৷
দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজনের জঙ্গল৷ বিশ্বের সর্ববৃহৎ বৃষ্টিচ্ছায় অরণ্য এবং সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন অরণ্যাণী৷ অন্তত ৩,৪টি দেশ এই অরণ্যের আওতায়৷ কিন্তু নগরায়নের কোপ পড়েছে সেখানেও৷ চোরাপাচারকারী তো বটেই, কর্পোরেট পুঁজিপতিদের নজরও এখন আমাজনের জঙ্গলের বৃহৎ প্রাকৃতিক সম্পদের উপর৷ তাই জঙ্গল কেটে মাটি খুঁড়ে তেলের সন্ধানে অর্থ বিনিয়োগ করতে তৎপর তাঁরা৷ ইকুয়েডরের যে অংশ আমাজনের মধ্যে পড়ে, সেখানে অন্তত ষোলোটি তেল ব্লক রয়েছে, যার আয়তন প্রায় ৭ মিলিয়ন একর৷ এই অঞ্চলটিতে প্রচুর অরণ্যজীবীর বসবাস৷ তেলের খনি হলে, নিজেদের বসবাসের পরিবেশ নষ্ট হবে, তা বুঝতে পেরেই সাহস করে আইনের লড়াইয়ে নেমেছিলেন এঁরা৷
আদালতে শুনানি শুরু হতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাওয়ার দশা৷ অভিযোগ ওঠে, ইকুয়েডর সরকার নাকি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর্পোরেট জগতের কাছে নিজেদের পরিবেশ বিকিয়ে দিয়েছে৷ এদেশের সংবিধান অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন মহল আলোচনায় বসে সহমত হলে, তবেই তা করা যাবে৷ কিন্তু তেল উত্তোলনের সময় এরকম কোনও আলোচনা হয়নি বলেই দাবি সেখানকার অরণ্যবাসীদের৷ আদালতে তাঁরা জানিয়েছেন, ‘সরকার আমাদের জমি, পরিবেশ সব আমাদের অনুমতি ছাড়া বিক্রি করে দিতে চাইছে৷ কিন্তু আমরা কিছুতেই নিজেদের জায়গা তেলের খনি সংস্থার কাছে বিক্রি করব না৷ বৃষ্টিচ্ছায় অরণ্য আমাদের সম্পদ, আমাদের ঈশ্বরের মতো৷ যে কোনও মূল্যে আমরা একে বাঁচাব৷’
সরকারের বিরুদ্ধে ঘুষের এই অভিযোগের পক্ষে যদিও তাঁরা যথাযথ তথ্যপ্রমাণ পেশ করা যায়নি৷ তবে তাতে তেল উত্তোলনে উৎসাহী কর্পোরেট সংস্থাগুলির স্বস্তির কোনও কারণ নেই৷ কারণ, আদালত অরণ্যবাসীদের পক্ষে রায় দিয়েই জানিয়েছে, এই মুহূর্তে আমাজনের জঙ্গল কেটে, পরিবেশ নষ্ট করে কোনও প্রাকৃতিক সম্পদ তোলা যাবে না৷ আর এই রায় শুনেই রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন আমাজনের আদিম জনজাতি৷ আর পরিবেশবিদরা বলছেন, শুধু অর্থ আর ক্ষমতাবলেই যে পৃথিবীর সব হাতের মুঠোয় পাওয়া যায় না, এই রায় সেটাই বুঝিয়ে দিল৷
The Waorani people are one day away from saving half-a-million acres of forest from oil drilling. Watch the video and send a message to Ecuador’s government: protect indigenous rights & the Amazon. https://t.co/EMnWv8Bqng @AFrontlines #WeLoveTheEarth #WaoraniResistance pic.twitter.com/qlv5uY6Pg0
— Leonardo DiCaprio (@LeoDiCaprio) April 25, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.