Advertisement
Advertisement
Poland

‘এই ভারত বিশ্ববন্ধু’, পোল্যান্ডে নেহরুর জোট-নিরপেক্ষ আন্দোলনকে কটাক্ষ মোদির

পোল্যান্ড সফর শেষে মোদি যাবেন ইউক্রেনেও।

India's Policy Was To Maintain Distance But Now, PM Modi In Poland
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 22, 2024 8:57 am
  • Updated:August 22, 2024 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের পোল্যান্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার দশক পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে পা রাখলেন। পোল্যান্ড থেকে দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি কী বার্তা দেন সেদিকেই নজর ছিল সকলের। এবারেও ভারতের বিদেশনীতি স্পষ্ট করে দিয়ে দুপক্ষেই শান্তির বার্তা দিলেন নমো। পাশাপাশি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জোট-নিরপেক্ষ আন্দোলনকে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। 

বুধবার, দীর্ঘ ৪৫ বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে যান মোদি। রাজধানী ওয়ারশর বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যার্থনা জানানো হয় নমোকে। তাঁর আগে ১৯৭৯ সালে শেষবার পোল্যান্ডে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই। এদিন রাতেই সেখানকার অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদি। তুমুল হর্ষধ্বনির মাঝে নমোর ভাষণে ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রসঙ্গ টেনে মোদি বলেন, “একটা সময় ছিল যখন ভারত বিভিন্ন দেশের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। কিন্তু এখন সময় বদলেছে। বদল এসেছে আমাদের বিদেশনীতিতেও। আজকের ভারত বিশ্ববন্ধু। এখন আমরা সকল দেশের সঙ্গে মজবুত জোট গড়তে বিশ্বাসী।” তাঁর কথা শুনে হেসে ওঠেন সকলে।  

Advertisement

পোল্যান্ড থেকে আগামীকাল কিয়েভের উদ্দেশে রওনা দেবেন মোদি। ইউক্রেন যুদ্ধ আবহে যা খুবই  তাৎপর্যপূর্ণ। দিল্লি সবসময়ই কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে শান্তির পথে আসতে বিশ্বাসী। এদিন সেই কথাই মনে করিয়ে দিয়ে মোদি বলেন, “আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পক্ষেই সবসময় ভারতের অবস্থান থাকে। এই যুগ যুদ্ধের নয়। মানুষের মঙ্গলের জন্য আমাদের সকলকে একজোট হতে হবে। একসঙ্গে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ভারতের কাছে কূটনীতি ও আলোচনাই মূল বিষয়।” প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখনও এর কোনও রফাসূত্র মেলেনি। যুদ্ধরত দুদেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই একাধিকবার কথা বলেছেন মোদি। প্রত্যেকবারই তিনি দুপক্ষকে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন। 

মোদির পোল্যান্ডে যাওয়ায় উচ্ছ্বসিত সেখানকার অনাবাসী ভারতীয়রা। হোটেলে তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানান সকলে। গরবা নাচের মাধ্যমে নৃত্যশিল্পীরা মোদিকে স্বাগত জানান। ভাষণ দেওয়ার সময়েও সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দেন মোদি। পোল্যান্ডের আগে চলতি বছরেই অস্ট্রিয়া গিয়েছিলেন তিনি। সেখানেও ৪১ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে গিয়েছিলেন তিনি। এদিন সেনিয়েই মজা করে মোদি বলেন, “এটা আমার সৌভাগ্য যে আমি অনেকগুলো প্রথম নিয়ে এসেছি।”   

[আরও পড়ুন: অভেদ্য ‘রেল ফোর্স ওয়ানে’ কিয়েভ যাবেন মোদি, কি বিশেষত্ব এই সাঁজোয়া ট্রেনের?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি আজ, বৃহস্পতিবার বৈঠক করবেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে। সাক্ষাৎ করবেন সেদেশের রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তিয়ান ডুদার সঙ্গে। এছাড়া সেখানকার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন মোদি। এই বছর ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হয়েছে। যা উদযাপন করতে এক বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন। এর পর বিদেশি বিনিয়োগের জন্য পোল্যান্ডে বণিক গোষ্ঠীর সঙ্গেও আলোচনা করবেন তিনি। এছাড়াও দুদিনের এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মোদির। বলে রাখা ভালো, দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক  সম্পর্ক ক্রমে মজবুত হচ্ছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, দিল্লি ও ওয়ারশয়ের মধ্যে বার্ষিক ৬০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। পোল্যান্ডে বিভিন্ন ভারতীয় সংস্থার বিনিয়োগের পরিমাণ ৩০০ কোটি মার্কিন ডলার। ভারতেও প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করেছে দেশটি।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement