Advertisement
Advertisement
Imran Khan

ভারতের বিদেশনীতির ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের! ধন্দে কূটনৈতিক মহল

কী এমন বললেন পাক প্রধানমন্ত্রী?

India's foreign policy better than Pakistan, says Imran Khan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 20, 2022 9:27 pm
  • Updated:March 20, 2022 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একী কথা শুনি আজি মন্থরার মুখে! ভারতের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন ইমরান খান! তাও আবার বিদেশনীতি নিয়ে! আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। চরম শত্রুতার আবহেও মোদির বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ হলেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান (Imran Khan) বললেন, ভারতের বিদেশনীতি প্রশংসনীয়, মানুষের স্বার্থ রক্ষা করে।

এই মুহূর্তে নিজের দেশে প্রবল চাপে ইমরান। তাঁর মাথার উপর ঘুরছে গদি হারানোর খড়গ। এসবের মধ্যেই রবিবার খাইবার পাকতুনখোয়ার এক জনসভায় ইমরান খান বলেন,”আমি প্রতিবেশী দেশের প্রশংসা করতে চাই, কারণ ওদের বিদেশনীতি সবসময় স্বতন্ত্র। আজ আমেরিকার সঙ্গে ওদের সম্পর্ক ভাল। কোয়াডেরও (QUAD) সদস্য ওরা। ওরা নিজেদের নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কারণ ওদের বিদেশনীতি মানুষের স্বার্থে।” পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারতের মতো তিনিও পাকিস্তানের মানুষের কথা ভেবেই বিদেশনীতি তৈরি করেছেন। কারও কাছে মাথা নোয়াননি।

Advertisement

[আরও পড়ুন: অনাস্থা প্রস্তাবের মুখে ইমরান, আগাম পদত্যাগের নির্দেশ পাক সেনাপ্রধানের!]

বস্তুত, ইমরান খান বা পাকিস্তানের (Pakistan) কোনও রাষ্ট্রপ্রধানের এভাবে খোলাখুলি ভারতের প্রশংসা করাটা একেবারে বিরল। তবে, ইমরান একা নন, ইউক্রেন ইস্যুতে ভারত সরকারের অবস্থানের অনেকেই প্রশংসা করছে। যুদ্ধের আবহে কোনওপক্ষকেই সেভাবে না চটিয়ে সুচারুভাবে নিজেদের স্বার্থ বুঝে নিতে সক্ষম হয়েছে মোদি সরকার। সেই সাফল্যের প্রশংসা আসছে শত্রুদেশ থেকেও।

[আরও পড়ুন: করোনা আবহে এবার সন্ধান মিলল ভয়ংকর হার্টল্যান্ড ভাইরাসের, কতটা বিপজ্জনক এই জীবাণু?]

উল্লেখ্য, যত সময় যাচ্ছে ততই দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী জোট। ওয়াকিবহাল মহলের ধারণা, সম্ভবত সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না ইমরান। গদি বাঁচানো প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে পাক সেনাও এবার হাত সরিয়ে নিচ্ছে ইমরানের উপর থেকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাক সেনার চার শীর্ষ পদাধিকারী, যাঁদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। এ হেন পরিস্থিতিতে ইমরানের ভারত স্তুতি বেশ তাৎপর্যপূর্ণ। তবে কি গদি বাঁচাতে নতুন কোনও কৌশল নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী? উঠছে প্রশ্ন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement