সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতার খুনে সুবিচারের দাবিতে কানাডার (Canada) ভারতীয় দূতাবাসে বিক্ষোভের পরিকল্পনা ছিল খলিস্তানিদের। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার আগেই থামিয়ে দিলেন সেদেশের ভারতীয়রা। তাঁদের তেরঙ্গার ভিড়ে চোখেই পড়ল না খলিস্তানিদের হলুদ পতাকা। প্রসঙ্গত, শনিবার কানাডায় ভারতীয় দূতাবাসের (Indian Consulate) সামনে ভিড় জমিয়েছিলেন খলিস্তানিরা। কিন্তু একই সময়ে ওই চত্বরে ভিড় জমান ভারতীয়রা।
বেশ কয়েকদিন আগেই খলিস্তানিদের তরফে ঘোষণা করা হয়, ব্রিটেনে নিহত নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর সুবিচার চান তাঁরা। এই খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলেই দাবি খলিস্তানিদের। সেই কারণেই ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা। এই প্রসঙ্গে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে পোস্টারিংও করা হয় দেশের নানা প্রান্তে।
শনিবার খলিস্তানি বিক্ষোভের কথা প্রকাশ্যে আসতেই দূতাবাসের নিরাপত্তা আরও আঁটসাট করা হয়। নির্দিষ্ট সময়ে খলিস্তানিরা জমায়েত করলেও একই সময়ে পতাকা ও পোস্টার নিয়ে উপস্থিত হন কানাডার প্রবাসী ভারতীয়রা। তেরঙ্গা উড়িয়ে একেবারে খলিস্তানিদের মুখোমুখি হন তাঁরা। ভারতীয়দের পোস্টারে লেখা ছিল, “খলিস্তানিরা প্রকৃত শিখ নন।” ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হয়ে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘লং লিভ ইন্ডিয়া’র মতো স্লোগানও দেন ভারতীয়রা।
খলিস্তানিদের রুখে দিচ্ছেন সাধারণ ভারতীয়রা, এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সান ফ্রান্সিসকোর মতো টরন্টোয় হামলার মুখে পড়েনি ভারতীয় দূতাবাস। তার জন্য সাধারণ মানুষকেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কানাডায় ক্রমশই বাড়ছে খলিস্তানি কার্যকলাপ। তার প্রভাব পড়ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও।
#WATCH | Members of the Indian diaspora held a counter protest against pro-Khalistan supporters in front of the Indian consulate in Canada’s Toronto on July 8 pic.twitter.com/lZvRiSdVs1
— ANI (@ANI) July 9, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.