সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসীদের সন্তানদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগী আমেরিকা। এর মধ্যে একটা বড় অংশই ভারতীয়দের। এমন বহু অভিবাসী আমেরিকায় গিয়ে সেখানকার নাগরিকদের বিয়ে করেছেন এবং তাঁদের সন্তানও রয়েছে। সেই সংখ্যাটা প্রায় আড়াই লক্ষ। এবার তাঁদের দেশে ফেরত পাঠাবে মার্কিন প্রশাসন। এর গোটা দায়ভার পূর্বতন রিপাবলিকান সরকারের উপর চাপিয়েছে হোয়াইট হাউস।
বাবা-মায়েরা আমেরিকায় বেআইনি পথে আসেননি। রীতিমতো আইনকানুন মেনেই মার্কিন মুলুকে পা রেখেছেন তাঁরা। পরে সেখানেই থিতু হয়েছেন। তবে তাঁদের সন্তানদের জন্য অপেক্ষা করছে না তেমন কোনও উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ অভিবাসী ও মার্কিন নাগরিকের সন্তানদের আর মার্কিন ভূমে রাখা হবে না। এদের মধ্যে অনেকেই অল্প বয়সে আমেরিকায় পৌঁছেছেন। এবং তাঁদের অনেকেই এখন ‘ইয়ং অ্যাডাল্ট’ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার দ্বারপ্রান্তে অপেক্ষা করছেন। এখন তাঁরা স্বপ্ন দেখছেন মার্কিন মুলুকের পাকাপাকি নাগরিক হওয়ার। সেই দায় বইতে চাইছে না প্রশাসন। এই গোটা জটিল প্রক্রিয়ার জন্য রিপাবলিকানদের দিকে দায় ঠেলে হোয়াইট হাউসের প্রেস সচিব, কেরিন জঁ পিয়ের বলেন, “আগেও তাদের ফেরত পাঠানোর জন্য আলোচনা হয়। কিন্তু এই প্রস্তাব রিপাবলিকানরা দুবার বাতিল করেছে।”
তিনি জানিয়েছেন, “এই তরুণ প্রজন্ম এখানেই স্কুলে কলেজে পড়েছে। বড় হয়েছে। দীর্ঘদিন গ্রিন কার্ড ইস্যু করা হয়নি। ফলে অনেক অভিবাসীই এই তালিকায় অপেক্ষায় রয়েছেন। এঁরা অনেকদিন ধরেই স্থায়ী বাসিন্দা হওয়ার তালিকায় অপেক্ষায় রয়েছেন।” এর দায়ভারও রিপাবলিকানদের উপরেই চাপিয়েছে প্রশাসন। যদিও অনাবাসী ভারতীয়দের ভবিষ্যৎ কী তা এখনও বিশ বাঁও জলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.