সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের ভয়ের কিছু নেই। এই আশ্বাসবাণীই শোনানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। অযথা আতঙ্কিত হওয়ার বদলে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সদের নিয়োগ করে আক্রান্তদের সুস্থ করে তোলার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে তারা।
সম্প্রতি এই বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এদেশের নাগরিকদের আশ্বস্ত করেন WHO-এর আঞ্চলিক জরুরি বিভাগের অধিকর্তা ড. রডরিক্রো অফ্রিন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘Covid-19 করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, যাঁদের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে তাঁরা সবাই ভারতের বাইরে অন্য দেশে ভ্রমণ করছিলেন। সেখান থেকেই তাঁরা আক্রান্ত হয়েছেন।’
তাঁর কাছে জানতে চাওয়া হয়, এখনও পর্যন্ত ভারতে মোট ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে প্রচুর ভারতীয় আতঙ্কিত হয়ে পড়েছেন। সত্যিই কি ভারতের নাগরিকদের এই বিষয়ে ভয় পাওয়ার কোনও কারণ আছে?
এর জবাবে ড. রডরিক্রো অফ্রিন বলেন, ‘আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের ব্যবহার করে আক্রান্তদের সুস্থ করে তোলা উচিত। আমরা জানি ভারতে প্রচুর স্বাস্থ্যকেন্দ্র আছে। এগুলিকে ব্যবহারের করে করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে হবে। হাসপাতালগুলিতেও আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব কাজের উপযোগী করে তুলতে হবে। তবেই এর প্রকোপ থেকে রক্ষার উপায় মিলবে। তবে খুব বৃদ্ধ ও ছোট বয়সের শিশুদের সাবধানে রাখতে হবে। কারণ, তাদের শরীরেই এই ভাইরাস সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। এর জন্য অনেকবার হাত ধুতে হবে। মুখ ঢেকে বাইরে বের হতে হবে। আর কোনও রকম শারীরিক অসুবিধা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে দৌড়তে হবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.