Advertisement
Advertisement
Sudan

সুদানে আটক ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু, ১২ দেশের ৬৬ নাগরিক পৌঁছলেন সৌদি আরবে

সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে উত্তাল সুদান।

Indians among 66 evacuated from conflict-hit Sudan to Saudi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2023 9:24 am
  • Updated:April 23, 2023 9:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-সহ ১২টি দেশের ৬৬ জন নাগরিককে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান (Sudan) থেকে উদ্ধার করা হল। একটি জাহাজে তাঁদের সৌদি আরবে নিয়ে আসা হয়েছে। এই প্রথম সুদানে আটকে পড়া অন্য দেশের নাগরিকদের সরানো সম্ভব হল। কয়েকদিন আগেই সুদানে (Sudan) আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিতে দেখা গিয়েছিল বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এবার শুরু হল আটক ভারতীয়দের সরানোর প্রক্রিয়া। উদ্ধার হওয়া ভারতীয়রা সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন।

গত মঙ্গলবারই সৌদির বিদেশমন্ত্রী ফয়জল বিন ফারহান আল সৌদের আটক ভারতীয়দের ফেরানো নিয়ে বৈঠক করেছিলেন বিদেশমন্ত্রী। পরে বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (Antonio Guterres) সঙ্গেও বৈঠক করেন তিনি। দরকার পড়লে রাষ্ট্রসংঘের সহায়তায় করিডর গঠন করে ভারতীয়দের উদ্ধার করা হতে পারে বলেও জানিয়েছিলেন জয়শংকর। সুদানে আটকে পড়া ভারতীয়দের তাঁর পরামর্শ, প্রাণ বাঁচাতে অযথা ঝুঁকি নেবেন না। সুদান পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই বিশেষ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

[আরও পড়ুন: যৌনতা আর গোপনীয়তায় ভরা মুঘল হারেম, কেমন ছিল সেই বন্দিনীদের জীবন?]

সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে উত্তাল সুদান। অগ্নিগর্ভ রাজধানী খার্তুমের বিস্তীর্ণ অঞ্চল। খার্তুমেই রয়েছে সুদানের ভারতীয় দূতাবাস। কিন্তু সংঘর্ষের মধ্যে পড়ে দূতাবাসেও যাতায়াত করতে পারছেন না কর্মীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই জয়শংকর আটক ভারতীয়দের আশ্বস্ত করে বলেছিলেন, ”এহেন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন। তা সত্ত্বেও সকলকে অনুরোধ জানানো হচ্ছে, কেউ যেন অযথা ঝুঁকি না নেন। আশা করছি সকলের প্রচেষ্টায় খুব দ্রুত এই সমস্যার সমাধান হতে পারবে।” এখনও সুদানে আটকে রয়েছেন বহু ভারতীয়। ধীরে ধীরে সকলকেই ফেরানো সম্ভব হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: আত্মসমর্পণ খলিস্তানি নেতা অমৃতপালের, নিয়ে যাওয়া হবে অসমের জেলে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement