Advertisement
Advertisement
Pennsylvania

আমেরিকায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় তরুণীর, দেহ দ্রুত ভারতে ফেরাতে তৎপর দূতাবাস

গত বছরই স্নাতক হয়েছিলেন দিল্লির বাসিন্দা ওই তরুণী।

Indian woman dies in car accident in US's Pennsylvania

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:March 24, 2024 11:14 am
  • Updated:March 24, 2024 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পেনসিলভ্যানিয়ায় দুর্ঘটনায় মৃত্যু হল ২১ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম আর্শিয়া জোশি। নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তরুণীর দেহ যত দ্রুত সম্ভব ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা ছিলেন।

রবিবার এক্স হ্যান্ডলে দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘তরুণী চাকরিজীবী আর্শিয়া জোশির পরিবারকে আমাদের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হচ্ছে। তিনি পেনসিলভ্যানিয়ায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গত ২১ মার্চ। তাঁর আত্মা চিরকালীন শান্তি থাকুক।’ সেই সঙ্গেই জানানো হয়েছে, আর্শিয়ার দেহ ভারতে যাতে দ্রুত ফেরত আনা যায়, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, গত বছরই স্নাতক হয়েছিলেন আর্শিয়া। তার পর দিল্লি থেকে চাকরি করতে পেনসিলভ্যানিয়ায় পড়তে এসেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: কার হাতে প্রচারের রাশ? TMC প্রার্থীর সামনেই বিধায়ক-ব্লক সভাপতি অনুগামীদের ধুন্ধুমার]

এদিকে এক মার্কিন (US) স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিম এইড’, যারা আমেরিকায় আসা বিদেশিদের সাহায্য করে, তাদের তরফেও আর্শিয়ার দেহ ভারতে দ্রুত পাঠানোর সবরকম চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: পুলিশ ভ্যানে ইন্দিরা! জনতা সরকারের ‘ঐতিহাসিক ভুলে’ রাজনৈতিক পুনর্জন্ম প্রিয়দর্শিনীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement