Advertisement
Advertisement

Breaking News

Texas Shooting

বন্ধুর সঙ্গে কেনাকাটা করতে গিয়ে বিপর্যয়, টেক্সাসে বন্দুকবাজের হামলায় মৃত ভারতীয় তরুণী

কর্মসূত্রে আমেরিকায় থাকতেন হায়দরাবাদের ঐশ্বর্য্য।

Indian woman among died in Texas Shooting that killes 9 people | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 9, 2023 8:47 am
  • Updated:May 9, 2023 8:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার টেক্সাসে (Texas) বন্দুকবাজের হানায় মৃত্যু হয়েছে এক ভারতীয় তরুণীর। শনিবার একটি মলে হামলা চালায় এক আততায়ী। মোট ৯ জনের মৃত্যু হয়। সেই তালিকায় রয়েছেন হায়দরাবাদের মেয়ে ঐশ্বর্য্য থাটিকোন্ডাও। কর্মসূত্রে গত দু’বছর ধরে টেক্সাসের বাসিন্দা ছিলেন তিনি। হামলার সময়ে বন্ধুর সঙ্গে শপিং করতে গিয়েছিলেন ঐশ্বর্য্য।

জানা গিয়েছে, ঐশ্বর্য্যর বাবা ভারতের একটি জেলা আদালতের বিচারক। হায়দরাবাদ থেকে পড়াশোনা সেরে আমেরিকা (USA) পাড়ি দেন ঐশ্বর্য্য। সেখানে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। গত দু’বছর ধরে একটি সংস্থায় প্রজেক্ট ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। শনিবার এক বন্ধুর সঙ্গে শপিং করতে গিয়ে বন্দুকবাজের হামলায় ঐশ্বর্য্যর মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি তাঁর বন্ধু।

Advertisement

[আরও পড়ুন: ‘নতুন স্কুলে যোগ না দিলে তা সার্ভিস ব্রেক’, শিক্ষক বদলি ইস্যুতে কড়া কলকাতা হাই কোর্ট]

পরিবার সূত্রে জানা গিয়েছে, শপিং করতে বেরনোর ঠিক আগেই তাঁদের সঙ্গে কথা বলেছিলেন ঐশ্বর্য্য। তারপরেই বন্দুকবাজের হামলার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। বারবার ফোনে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেন। কিন্তু ফোনে পাওয়া যায়নি ঐশ্বর্য্যকে। পরে রবিবার তাঁরা জানতে পারেন, বন্দুকবাজের হামলায় ঐশ্বর্য্যর মৃত্যু হয়েছে। আপাতত তাঁর মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, টেক্সাসের এক মলে শনিবার দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ৯ জনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে রয়েছে এক ৫ বছরের শিশুও। পরে আহতদের মধ্যে ২ জনও হাসপাতালে মারা গিয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আহত ১৬। পুলিশের গুলিতে মারা গিয়েছে আততায়ীও।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত নিয়োগ বাতিল নয়, স্কুলগুলিকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement