Advertisement
Advertisement
Indian warship

মাঝ সমুদ্রে অসুস্থ পাকিস্তানের নাবিক, সাহায্যে ছুটে গেল ভারতীয় রণতরী

জাহাজটি থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছিল ভারতীয় নৌসেনার কাছে।

Indian warship helps Pakistani crew onboard vessel

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 4, 2024 4:56 pm
  • Updated:May 4, 2024 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝ সমুদ্রে পাকিস্তানের নাবিকদের সাহায্যে ছুটে গেল ভারতীয় রণতরী। আল রহমানি নামে ইরানের নিশানধারী একটি মাছ ধরার জাহাজ আরব সাগরে জলদস্যুদের খপ্পরে পড়েছিল। কিন্তু ভারতীয় জওয়ানদের তৎপরতায় দস্যুদের হাত থেকে রক্ষা পায় সেটি। তবে অসুস্থ হয়ে পড়েছিলেন এক পাক নাবিক। সেই জাহাজ থেকে ফের সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় ভারতীয় নৌসেনার কাছে। খবর পেয়েই দ্রুত জাহাজটিতে পৌঁছে যায় নৌবাহিনীর মেডিক্যাল টিম। 

এএনআই সূত্রে খবর, গত ৩০ এপ্রিল আরব সাগরে জলদস্যুদের হাত থেকে আল রহমানি জাহাজটিকে রক্ষা করেছিল ভারতীয় রণতরী আইএনএস সুমেধা। সেই সময় জাহাজটিতে ছিলেন ২০ জন পাক নাবিক। তাঁদের মধ্যে বেশ একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৪ ঘণ্টার মধ্যেই সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় নৌসেনার কাছে। খবর পেয়ে দ্রুত জাহাজটিতে পৌঁছে যায় মেডিক্যাল টিম। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধবিরতির পথে বাধা হামাসই! গাজার ভবিষ্যৎ নিয়ে কী বললেন ব্লিঙ্কেন?]

গত কয়েক বছরে আরব সাগর, এডেন উপসাগরে জলদস্যুদের তাণ্ডব বেড়েছে। বহুবার তারা বিভিন্ন দেশের নিশানধারী জাহাজে হামলা চালিয়েছে তারা। এহেন আক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক জলরাশিতে দস্যুদমন অভিযান শুরু করেছে আমেরিকা, চিন-সহ একাধিক দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও। নীল জলরাশিতে মুক্ত বাণিজ্য এবং নৌচালনার স্বাধীনতা বজায় রাখতে অতন্দ্র প্রহরীর কাজ করছে নৌসেনার রণতরীগুলো।

উল্লেখ্য, গত মার্চ মাসে এডেন উপসাগরে জলদস্যুদের খপ্পরে পড়ে ইরানের নিশানধারী একটি মাছ ধরার জাহাজ। ২৩ জনের চালকদলকে বন্দি করে ফেলে দস্যুরা। তাঁরাও সকলেই পাকিস্তানের নাগরিক ছিলেন। খবর পেয়েই অপহৃত জাহাজটি উদ্ধারের নামে ভারতীয় নৌসেনা। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর হার মানতে বাধ্য হয় জলদস্যুরা।

[আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে হত্যা প্রাক্তন মন্ত্রীর! চাঞ্চল্য কাজাখস্তানে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement